জাতীয়

গ্যাস চেম্বার হওয়ার পথে দিল্লি

গ্যাস চেম্বার হওয়ার পথে দিল্লি

ফের বিষাক্ত ধোঁয়া ও কুয়াশায় ঢেকে গেছে রাজধানী নয়াদিল্লির আকাশ। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ফসলের মাঠে খড় পোড়ানোর সঙ্গে এবার যোগ হয়েছে আতশবাজি ফোটানো। নিষেধাজ্ঞা সত্ত্বেও এবার দিওয়ালিতে দিনরাত পোড়ানো হয়েছে লাখ লাখ বাজি। ফলে ফের ‘গ্যাস চেম্বার’হওয়ার পথে দিল্লি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দিওয়ালির রাতে যথেচ্ছা আতশবাজির ব্যবহারের জেরে রাতেই দূষণের চাদরে মোড়ে দিল্লির বাতাস। এরপর সকাল থেকেই ব্যাপারটা দৃশ্যমান হয়।

পুরোপুরি ধোঁয়াশার চাদর গ্রাস করে দিল্লিকে। দূষণ পরিস্থিতি মোকাবেলার জন্য উত্তর দিল্লি নগর নিগমের পক্ষ থেকে মধ্যরাতেই সদর বাজার এলাকায় জল ছিটিয়ে দেয়া হয়।

আরও পড়ুন: ১০ বছর ধরে ফুটপাতেই ভিক্ষুক-জীবন পুলিশের দক্ষ শ্যুটারের

উত্তর দিল্লির মেয়র জয়প্রকাশকে হট স্পট এলাকায় ফগিং করতে দেখা গেছে যাতে বর্ধিত দূষণ কিছুটা হলেও কমে আসে।

আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখা গিয়েছে ৫৭২, মন্দির মার্গ এলাকায় ৭৮৫, পঞ্জাবী বাগে ৫৪৪, সোনিয়া বিহারে ৪৬২, দ্বারকা সেক্টর ১৮-এর বিতে ৫০০, শহিদ সুখদেব কলেজ অফ বিজনেস স্টাডিজের কাছে ৯৯৯ এয়ার কোয়ালিটি ইনডেক্স লক্ষ্য করা গেছে।

করোনার জেরে দিল্লি সরকার ৩০ নভেম্বর অবধি বাজি নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে এর পরেও রোখা যায়নি বাজি ফাটানো।

আরও পড়ুন ::

Back to top button