আন্তর্জাতিক

দায়িত্ব নিয়েই আমেরিকানদের যে অনুরোধটি করবেন বাইডেন

দায়িত্ব নিয়েই আমেরিকানদের যে অনুরোধটি করবেন বাইডেন

জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। দেশটি করোনাভাইরাসের সঙ্গে শুরু থেকেই লড়াই করছে। তাইতো বাইডেন একটি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যেদিন দায়িত্ব নিবেন সেদিন থেকে পরবর্তী ১০০ দিন সকলকে মাস্ক পরার অনুরোধ করবেন। যাতে করে এই ভাইরাসের সংক্রমণ রোখা যায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন তার এই অনুরোধ রাখলে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। খবর বিবিসি ও সিএনএনের।

শুধু তাই নয়, সকল সরকারি অফিস-আদালতে তিনি মাস্ক পরা বাধ্যতামূলক করবেন।

বাইডেন বলেছেন, ‘যেদিন আমি দায়িত্ব নিবো, সেদিনই আমি সকল নাগরিকদের অনুরোধ করবো টানা ১০০ দিন মাস্ক পরার। কেবল ১০০ দিনের জন্য মাস্ক, চিরদিনের জন্য নয়। একশত দিন কেবল। আমি মনে করি এটা সবাই মানলে করোনার সংক্রমণের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য হ্রাস দেখতে পাবো।

আরও পড়ুন: যে কারণে ইরানের ৩০ শতাংশ মানুষকে বিদ্যুৎ বিল দিতে হয় না

আর এটা যদি টিকাদানের সঙ্গে করা যায় তাহলে আশা করা যায় করোনাভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা যাবে।’

‘পাশাপাশি আমি সব সরকারি অফিস-আদালতে মাস্ক পরা বাধ্যতামূলক করার আদেশ দিবো। সকলকে মাস্ক পরতে হবে।’ যোগ করেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ লাখ ৭৫ হাজার।

আরও পড়ুন ::

Back to top button