কলকাতা

নিয়োগপত্র থাকা সত্ত্বেও কাজে যোগে বাধা, উত্তাল আলিপুর চিড়িয়াখানা

নিয়োগপত্র থাকা সত্ত্বেও কাজে যোগে বাধা, উত্তাল আলিপুর চিড়িয়াখানা

নিয়োগ সংক্রান্ত সমস্যার জের। চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল আলিপুর চিড়িয়াখানা। ঘটনার জেরে চিড়িয়াখানার ভিতরে আটকে পড়েছেন বহু মানুষ।

বিক্ষোভকারীদের কথায়, বনসহায়ক পদের নিয়োগ পত্র রয়েছে তাঁদের কাছে। বেতন ১০ হাজার টাকা।

আজ তাঁদের কাজে যোগ দেওয়ার কথা ছিল। সেই মতো শুক্রবার সকালে চিড়িয়াখানায় যান চাকরিপ্রার্থীরা। অভিযোগ, সেই সময় তাঁদের বাধা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। চিড়িয়াখানার গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

আরও পড়ুন:পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ছাত্রছাত্রীকে ‘ট্যাব’ দেবে সরকার

পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সামনেও চলে বিক্ষোভ। নিজেদের দাবিতে অনড় চাকরীপ্রার্থীরা।

বিক্ষোভকারীদের কথায়, নিয়োগপত্র থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাঁদের বাধা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টায় চিড়িয়াখানার কর্মী ও পুলিশ। এবিষয়ে ইতিমধ্যেই চিড়িয়াখানার ভিতরে শুরু হয়েছে বৈঠক। এদিনের এই ঘটনায় সমস্যায় পড়েছেন চিড়িয়াখানার দর্শনার্থীরা। ভিতরে আটকে পড়েছেন বহু মানুষ।

সুত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button