ঝাড়গ্রাম

বন সহায়কের চাকরির দাবিতে হুলা পার্টির সদস্যদের বিক্ষোভ

স্বপ্নীল মজুমদার

বন সহায়কের চাকরির দাবিতে হুলা পার্টির সদস্যদের বিক্ষোভ

ঝাড়গ্রাম: বন সহায়ক পদে নিয়োগ নিয়ে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। খোদ হাতি খেদানোর হুলা পার্টির সদস্যরাই এমন অভিযোগ তুলে সোমবার ঝাড়গ্রাম বিভাগীয় বন কার্যালয়ে তুমুল বিক্ষোভ দেখালেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকশো হুলা পার্টির সদস্যের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কার্যালয় প্রাঙ্গণ। পরে বিভাগীয় বনাধিকারিক বাসবরাজ এস হলেইচ্চিকে ডেপুটেশন জমা দেন হুলা পার্টির সদস্যরা। তাঁদের অভিযোগ, বহু বছর ধরে তাঁরা লোকালয় থেকে হাতির দলকে খেদানোর কাজে নিয়োজিত রয়েছেন।

বন সহায়কের চাকরির দাবিতে হুলা পার্টির সদস্যদের বিক্ষোভ

কিন্তু তাঁরা আবেদন করা সত্ত্বেও কেউই বন সহায়ক পদের চাকরি পাননি। অথচ অযোগ্যপ্রার্থীরা নিয়োগপত্র পেয়েছেন। অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্যপ্রার্থীদের বন সহায়কের চাকরিতে নেওয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বন দফতর।

আরও পড়ুন ::

Back to top button