আন্তর্জাতিক

ফাইজারের টিকার কার্যকারিতা নিশ্চিত করেছে এফডিএ

ফাইজারের টিকার কার্যকারিতা নিশ্চিত করেছে এফডিএ

ফাইজার ও বায়োএনটেকের যৌথ উন্নয়ন করা করোনার টিকা নিরাপদ ও কার্যকর বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থা এফডিএ। মঙ্গলবার টিকার ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফাইজারের টিকার জরুরি ব্যবহার নিয়ে দুদিন পরই এফডিএর পরামর্শক কমিটির বৈঠকে বসার কথা। এর আগেই এই তথ্য প্রকাশ হওয়ায় অনুমোদনের ব্যাপারে এফডিএ সবুজ সংকেত দিতে যাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।

প্রতিবেদনে ফাইজারের ট্রায়ালে অংশগ্রহণকারী ৩৮ হাজার স্বেচ্ছাসেবকের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার পর দুই মাস পর্যন্ত তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

আরও পড়ুন: সৌদিতে আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন

প্রতিবেদনে বলা হয়েছে, টিকার নিরাপত্তা নিয়ে কোনো সুনির্দিষ্ট উদ্বেগের কারণ দেখা যায়নি।

এফডিএর কর্মীরা জানিয়েছেন, কোভিড-১৯ প্রতিরোধে দুই ডোজের টিকা অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। শেষ ডোজ নেওয়ার সাত দিন পর একে পুরোপুরি কার্যকর পাওয়া গেছে। তবে ১৬ বছরের কম বয়সীদের, গর্ভবতী নারী ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ব্যাপারে টিকার কার্যকারিতার পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

গত সপ্তাহে যুক্তরাজ্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছিল। মঙ্গলবার থেকে এটি সাধারণ মানুষকে দেওয়া শুরু হয়েছে।

 

আরও পড়ুন ::

Back to top button