আন্তর্জাতিক

ভারত ও পাকিস্তানকে গুলিয়ে ফেললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারত ও পাকিস্তানকে গুলিয়ে ফেললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

কৃষক আইন বাতিলের দাবিতে নয়াদিল্লিতে কৃষকদের বিক্ষোভকে ভারত ও পাকিস্তানের ইস্যু বলে গুলিয়ে ফেলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার পার্লামেন্টে এক প্রশ্নের জবাব দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ব্রিটিশ এমপি তানমানজিত সিং দেসাই পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ভারতে কৃষকদের বিক্ষোভ দমনে সে দেশের সরকার জলকামান, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগ করেছে, এ ব্যাপারে ব্রিটিশ সরকার কী ধরনের অবস্থান নিতে চায়।

আরও পড়ুন: করোনা ভ্যাকসিন নিলে ২ মাস মদ্যপান করা যাবে না

জবাবে জনসন বলেন, ‘আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি অবশ্যই সম্মানিত ভদ্রলোক জানেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যা ঘটছে সে ব্যাপারে আমাদের গুরুতর উদ্বেগ রয়েছে। তবে ওই দুই সরকারের মাঝে মিমাংসার জন্য এগুলো প্রাথমিক বিষয় এবং আমি জানি তিনি এ ক্ষেত্রে একমত হবেন।

এই মন্তব্যের পর টুইটারে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে ঠাট্টা শুরু হয়ে যায়। ব্রিটিশ এমপি আফজাল খান লিখেছেন ‘এমনকি বরিস জনসনের জন্য এটি কম নতুন।’

তিনি লিখেছেন, ‘ভারত ও পাকিস্তানের সঙ্গে ইস্যুটির কোনো সম্পর্কই নাই। আজব।’

 

আরও পড়ুন ::

Back to top button