আন্তর্জাতিক

টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ বাইডেন-কমলা

টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ বাইডেন-কমলা

জো বাইডেন ও কমলা হ্যারিসকেই ২০২০ সালের ‘পারসন অব দ্য ইয়ার’হিসেবে বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলশ্রুতিতে তাদের এই স্বীকৃতি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম প্রতি বছরের শেষে আলোচিত ব্যক্তিত্ব নির্বাচন করে, যাকে তারা বলে ‘পারসন অব দ্য ইয়ার’।

এ নিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো ভাইস প্রেসিডেন্টের নাম টাইমের বর্ষসেরা ব্যক্তিতে এলো।

আরও পড়ুন: হোয়াইট হাউসে আর মন টিকছে না মেলানিয়ার

এক ভিডিওতে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকীটির প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল বলেন, আগামী চার বছর তাদের (বাইডেন-হ্যারিস) জন্য ব্যাপক পরীক্ষার হতে যাচ্ছে। আমরা সবাই দেখবো, তারা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই একতা তারা আনতে পারেন কিনা?

উল্লেখ্য, স্কুল বাদ দিয়ে জলবায়ু আন্দোলনে শামিল হওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গকে ২০১৯ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ঘোষণা করেছিলো টাইম।

আরও পড়ুন ::

Back to top button