রাজ্য

আলিপুরদুয়ারে ক্যারাটে ক্যাম্প

আলিপুরদুয়ারে ক্যারাটে ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার : লকডাউনের ফলে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাঠে নামল আলিপুরদুয়ারের ক্যারাটে খেলোয়াড়রা। সেনসি দেবাশিস সরকার ও সেনসি পূজা বর্মণ -এর নেতৃত্বে গ্লোবাল সোতোকান ক্যারাটে ডু অ্যাশোসিয়েশন অফ আলিপুরদুয়ার জেলার আয়োজনে অরবিন্দ নগরে অনুষ্ঠিত হল জেলা স্তরের ক্যারাটে ক্যাম্প।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল গোস্বামী এবং সংস্থার ন্যাশনাল টেকনিক্যাল ডিরেক্টর সিহান তারকনাথ সর্দার, জলপাইগুড়ি জেলার প্রধান প্রশিক্ষক কৈলাশ বর্মণ।

আরও পড়ুন : ‘পুলিশ ভাইদের’ পদ্মফুলে ভোট দিতে বললেন ভারতী ঘোষ

রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনিটি শক্তিশালী করা এই কথার সঙ্গে আমরা সবাই পরিচিত । কিন্তু অনেকেই হয়তো জানি না এই রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী কীভাবে সম্ভব। সিহান তারকনাথ সর্দারের বলেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে ব্যায়ামের দরকার। বাচ্চাদের উৎসাহিত করতে হবে যাতে খেলার প্রতি তাঁদের মনোযোগ বাড়ে । প্রতিনিয়ত ব্যায়াম করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বাড়িয়ে তোলে।

আরও পড়ুন ::

Back to top button