আন্তর্জাতিক

হোয়াইট হাউসে টিকা কার্যক্রম বাতিল ট্রাম্পের

হোয়াইট হাউসে টিকা কার্যক্রম বাতিল ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের কর্মীদের প্রথম দফায় কোভিড-১৯ এর টিকা দেওয়ার যে পরিকল্পনা করেছিলেন তা নিজেই বাতিল করে দিয়েছেন।

সোমবার থেকে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হচ্ছে। এরইমধ্যে দেশজুড়ে হাসপাতালগুলোর জন্য টিকার প্রথম চালান রওয়ানা হয়ে গেছে। বিবিসি।

রবিবার শেষ রাতে ট্রাম্প টুইটারে জানান, হোয়াইট হাউজ কর্মকর্তাদের ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনায় কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প বলেন, বিশেষভাবে প্রয়োজন না হলে হোয়াইট হাউজে কর্মরতরা ভ্যাকসিন পাবেন চলমান কর্মসূচির একেবারে শেষ দিকে।

আরও পড়ুন: ‘আজই চূড়ান্ত হতে পারে মার্কিন প্রেসিডেন্ট

আমার ভ্যাকসিন নেওয়ার সূচি ঠিক হয়নি। কিন্তু উপযুক্ত সময়ে ভ্যাকসিন নেওয়ার অপেক্ষায় রয়েছি।

প্রথমে টিকা পাওয়ার তালিকায় হোয়াইট হাউজের কর্মীদের নামও আছে; রোববার ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’- সহ একাধিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।

সমালোচনা নাকি অন্য কোনো কারণে ট্রাম্প ওই পরিকল্পনা বাতিল করেছেন তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের এ সিদ্ধান্ত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সুরক্ষা ব্যবস্থায় কী প্রভাব ফেলবে তাও বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন ::

Back to top button