খেলা

মারাদোনাকে দাহ করা যাবে না, দেহ সংরক্ষণ করতে হবে, জানাল আদালত

মারাদোনাকে দাহ করা যাবে না, দেহ সংরক্ষণ করতে হবে, জানাল আদালত

দিয়েগো মারাদোনার দেহ সংরক্ষণ করতে হবে, রায় দিল আর্জেন্টিনার আদালত। কারণ একটাই, যেকোনও সময় মারাদোনার ডিএনএ প্রয়োজন হতে পারে।

প্রয়াত ফুটবল রাজপুত্রের সম্পত্তির অধিকার নিয়ে ইতিমধ্যেই প্রচুর মামলা হয়েছে। তাঁর পাঁচ স্বীকৃত সন্তান যেরকম সম্পত্তির ভাগ চেয়েছেন, তেমনি আরও ছয়জন মামলা করেছেন, যাঁদের মারাদোনা কখনও সন্তান বলে স্বীকৃতি দেননি, বা তাঁদের কথা আগে জানা যায়নি।

এঁদের মধ্যে একজন, ২৫ বছরের মাগালি গিল দাবি করেছেন, দুই বছর আগে তিনি জানতে পারেন, মারাদোনাই তাঁর বাবা।

আরও পড়ুন: ১০০ দিন পরে অলিম্পিক্সের মশাল দৌড়

এরকম এত দাবি উঠছে, আইনজীবীরা এবং আদালত হিমসিম খাচ্ছে। সেই কারণেই দেওয়ানি মামলার আদালত ন্যাশনাল কোর্ট অফ ফার্স্ট ইন্সটান্স তার রায়ে জানিয়েছে, যেহেতু যেকোনও সময়ে মামলাকারীদের ডিএনএ মারাদোনার ডিএনএ-র সঙ্গে মিলছে কিনা, তা দেখার প্রয়োজন হবে, তাই মারাদোনার দেহ এখনই দাহ করা যাবে না।

গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কিংবদন্তি এই ফুটবলার। তাঁকে গত ২৬ নভেম্বর বুয়েনস আয়ার্স থেকে সামান্য দূরে সমাধিস্থ করা হয়।

 

সুত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন ::

Back to top button