রাজ্য

ইস্পাতনগরী জামশেদপুরে তৃণমূল কংগ্রেসের কোলহান অঞ্চলের বৈঠক অনুষ্ঠিত

ইস্পাতনগরী জামশেদপুরে তৃণমূল কংগ্রেসের কোলহান অঞ্চলের বৈঠক অনুষ্ঠিত

জামশেদপুর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোলহান অঞ্চলের বৈঠক সোমবার ইস্পাতনগরী জামশেদপুরের সাকচি নেতাজী সুভাষ আম বাগান ময়দানে অনুষ্ঠিত হয়।

সভায় মুখ্য অতিথি হিসেবে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলা থেকে পর্যবেক্ষক আনন্দ কুমার সিং এবং বিশিষ্ট অতিথি হিসেবে প্রাক্তন সাংসদ সহ তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি চিত্রসেন সিঙ্কু, প্রাক্তন মন্ত্রী দূর্গা প্রসাদ জমুদা ও যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সানি সিঙ্কু উপস্থিত ছিলেন।

আনন্দ কুমার সিংবলেন তৃণমূল কংগ্রেস ঝাড়খণ্ডের মাটিতে জনস্বার্থের লড়াই করছে, মা মাটি, মানুশ এবং জল, জঙ্গল ও জমির স্বার্থে লড়াই করছে, তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে নিচিত ভালো ফল করবে।

আরও পড়ুন: `দুয়ারে সরকার একটা নতুন কর্মসূচি, যা শুধু ভারতে নয় সারাবিশ্বেও মডেল’: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রাক্তন মন্ত্রী দুর্গা প্রসাদ জামুদা বলেন কোলহান শ্রমিকদের অঞ্চল, তৃণমূল ট্রেড ইউনিয়ন শ্রমিকদের স্বার্থে আগামী দিনে সংগ্রাম করবে। প্রাক্তন সাংসদ চিত্রসেন সিঙ্কু বলেন, তৃণমূল কংগ্রেস কোলহানে অবিচ্ছিন্নভাবে পার্টির সম্প্রসারণ করছে।

সভার পরিচালনা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণব মাহাতো করেন। বৈঠকে রাজ্য সাধারণ সম্পাদক রাধা মোহন ব্যানার্জী, উত্তম পাত্র, আকাশ দে, রমেশ বালমুচু, বাবু তান্তি, বীরেন্দ্র সিং, জিতেন্দ্র সিং, কৈলাশ মাহ্টো, সন্তোষ রাম, সৌরভ দত্ত, সুমন্ত জ্যোতি সিনকি, গুরুচরণ সিনকি, নারায়ণ সিং পূর্তি, মোহাম্মদ সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন ::

Back to top button