আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আগ্রহী নয় ইসরাইল

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আগ্রহী নয় ইসরাইল - West Bengal News 24

বিগত কয়েক মাসে মার্কিন প্রশাসনের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি করে ইসরাইল। এরপর যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে তার মধ্যে পাকিস্তানের নাম নেই বলে জানিয়েছেন ইসরাইলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অফির আকুনিস ইয়েনেত।

সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেন, আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে আরও দুটি দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণের ব্যবস্থা করবেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের হোয়াইট হাউস ছাড়ার আগে আরও দুইটি দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে বলে দাবি করেন তিনি। তবে কোন দুই দেশ, তার নাম প্রকাশ করেননি অফির আকুনিস ইয়েনেত।

আরও পড়ুন : অবশেষে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে যুক্তরাজ্য ও ইইউ

এর মধ্যে উপসাগরীয় একটি দেশ থাকার ইঙ্গিত দিয়েছেন। তবে সেটি সৌদি আরব নয়। অন্যটি হবে আরও পূর্বের একটি মুসলিম দেশ তবে সেটি আকারে ছোট নয় আবার পাকিস্তানও নয় বলেও উল্লেখ করেন আকুনিস।

আরও পড়ুন ::

Back to top button