ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে বুনো হাতির তাড়া খেয়ে যুবক জখম

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রামে বুনো হাতির তাড়া খেয়ে যুবক জখম - West Bengal News 24

ঝাড়গ্রাম: শীতের রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে আগুন পোহাচ্ছিলেন ঝাড়গ্রাম থানার শিরশি গ্রামের যুবক অসিত মাহাতো।

আচমকা সেখানে হাজির হল একটি বুনো হাতি। হাতি দেখে যে যেদিকে পারলেন ছুটে পালিয়ে প্রাণ বাঁচালেন। আর অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বাঁচলেন অসিত। তবে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে তিনি বর্তমানে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার রাতে এই ঘটনার পরে আতঙ্ক কাটেনি অসিতের। স্থানীয়রা জানালেন, সোমবার রাতে বন্ধুদের সঙ্গে একটি ক্লাবের উঠোনে বসে আগুন জ্বেলে তাপ নিচ্ছিলেন অসিত। আচমকা জঙ্গলের দিক থেকে সেখানে হাতি চলে আসায় অসিতও ছুটে পালাতে গিয়েছিলেন। তবে অন্ধকারে তিনি ছুটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান।

আরও পড়ুন : ঝাড়গ্রামে শুভেন্দুকে কালো পতাকা দেখাল টিএমসিপি, জেলার চারটি বিধানসভায় জেতার দাবি ‘মুক্তিসূর্যের’

হাতিটি তাঁকে নাগালে পেয়ে শুঁড় দিয়ে আঘাত করলে তিনি ছিটকে পড়ে মাথায় ও বাম পায়ে আঘাত পান। গ্রামবাসীরা হাতিটিকে খেদিয়ে জখম অসিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাতিটি শিরশি গ্রামের দু’টি বাড়িও ভাঙচুর করে।

জঙ্গলমহলের গ্রামগঞ্জে যখন তখন ঢুকে পড়ে বুনো হাতি। ফসল ও সম্পত্তি ক্ষতির পাশাপাশি, প্রায়ই গ্রামের বাসিন্দাদের প্রাণহানি ও জখম হওয়ার ঘটনা ঘটে। শিরশির মতো ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা সব সময় আতঙ্কে থাকেন।

আরও পড়ুন ::

Back to top button