টলিউড

‘বুকের দিকে তাকানো’ নিয়ে শ্রীলেখার বক্তব্যে তোলপাড়

‘বুকের দিকে তাকানো’ নিয়ে শ্রীলেখার বক্তব্যে তোলপাড় - West Bengal News 24

শ্রীলেখা মিত্র। কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের একজন। স্পষ্টভাষী হিসেবেও তার সুনাম রয়েছে। কোনো উচিত কথাই পেটে লুকিয়ে রাখেন না। তাতে নিজের ক্যারিয়ারজুড়ে অনেক ক্ষতি হলেও সেগুলো মেনে নিয়েছেন। কিন্তু নিজের নীতির সঙ্গে আপস করতে দেখা যায় না তাকে কখনো।

প্রায়ই নানা রকম ছবি ও স্ট্যাটাসের জন্য বিতর্কের মুখে পড়েন তিনি। তবু তিনি আছেন তারই মতো।

২৭ ডিসেম্বর সপ্তাহের শুরুতেই নিজের একটি ছবি পোস্ট করে শ্রীলেখা মিত্র নতুন করে আগুন ধরিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তিনি লিখেছেন, ‘আমার চোখে হারাও, ক্লিভেজ দেখার জন্য সময় পাবে।’ বলার অপেক্ষা রাখে না, ছবি ও ক্যাপশন দুটোই আলোচনায় এসেছে।

কেন এমন ক্যাপশন, তার উত্তর দিতে গিয়ে আনন্দবাজার ডিজিটালকে শ্রীলেখা বলেন, নারীর শরীরের সৌন্দর্য উপভোগ করাকে অন্যায় হিসেবে দেখেন না তিনি। তবে কোনো নোংরামি বরদাস্ত করবেন না।

আরও পড়ুন : আবেদনময়ী ছবি শেয়ার দিয়ে কটাক্ষের শিকার মিথিলা

অভিনেত্রীর কথায়, ‘এ ছবিতে আমার ক্লিভেজ বেরিয়ে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, ছবি তোলার জন্য ক্লিভেজ ঢাকতে হবে কেন! আগে আমার চোখের দিকে তাকাও। তারপর আমার ক্লিভেজের দিকে তাকাবে।’

নারীর সৌন্দর্যকে উপভোগ করার মধ্যে কোনো অন্যায় দেখেন না শ্রীলেখা। কিন্তু সেই সৌন্দর্য দেখার নামে ‘নোংরামি’ বরদাস্ত করতে রাজি নন অভিনেত্রী। তিনি মনে করেন, শালীন-অশালীন নির্ভর করে নারী-পুরুষ নির্বিশেষে মানসিকতার ওপর। তাই কোনো নারী শাড়ি পরলেও তাকে কুকথা শুনতে হতে পারে, আর খোলামেলা পোশাক বেছে নিলেও তাকে ‘চরিত্রহীন’ বলে দাগিয়ে দেওয়া হয়।

ট্রলের শিকার হওয়া প্রসঙ্গে শ্রীলেখা বলেন, ‘অনেকেই আমাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলেন। আমার কোন ধরনের পোশাক পরা উচিত বা উচিত না, সে বিষয়েও পরামর্শ দেন। কিন্তু তুমি কে ভাই? আমার শরীর। ইচ্ছা হলে আমি দেখাব। কিন্তু আমার ক্লিভেজ অবধি পৌঁছতে গেলে, আগে আমার মন ছুঁতে হবে।’

আরও পড়ুন : মাঝ আকাশে প্রাক্তন প্রেমিকের মুখোমুখি গওহর খান (দেখুন সেই ভিডিও)

যৌনতা নিয়ে বরাবরই অকপট শ্রীলেখা। তবে বাস্তবের ছবিটাও অভিনেত্রীর অজানা নয়। সেই ছবিতে যদিও কোনোরকম পরিবর্তন আনতে চাননি তিনি। তার কথায়, ‘জানি অনেক পুরুষ আমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করেন। এই বয়সেও আমি যদি কারও ফ্যান্টাসির বিষয় হই, তা হলে তা তো ভালো লাগার বিষয়।’

কিন্তু ট্যুইস্ট এখানেও। অভিনেত্রীর কাছে ‘ফ্যান্টাসি’ শব্দটির অর্থ শুধু যৌনতাকে ঘিরে নয়। শরীরী চাহিদার চেয়ে বেশি, মনের চাওয়াকেই গুরুত্ব দেন শ্রীলেখা।

শ্রীলেখা ব্যস্ত নিজেকে নিয়ে, নিজের কাজকে নিয়ে। জানুয়ারি মাসে শুটিং শুরু করবেন তার শর্ট ফিল্ম ‘বিটার হাফ’র। পরিচালনার সঙ্গে সেখানে অভিনয়ও করবেন শ্রীলেখা। আবার স্ক্রিপ্টও লিখেছেন। ইদানীং তার মনে হয়, ইন্ডাস্ট্রি আর কাজ দেবে না তাকে। তাই ‘নিজেই নিজেকে কাজ দেওয়ার কথা’ ভাবছেন অভিনেত্রী।

আরও পড়ুন ::

Back to top button