জাতীয়

১২ বছরে কোভ্যাক্সিন আর ১৮ হলে নেওয়া যাবে কোভিশিল্ড

১২ বছরে কোভ্যাক্সিন আর ১৮ হলে নেওয়া যাবে কোভিশিল্ড - West Bengal News 24

১২ বছরের উপর বয়স হলে তবেই নেওয়া যাবে কোভ্যাক্সিন। ডিজিসিআই-এর তরফে এমন অনুমোদনই দেওয়া হয়েছে। অন্যদিকে, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের ক্ষেত্রে অনুমোদন মিলেছে ১৮ বছরের উপর।

রবিবার এই দুটি টিকার ক্ষেত্রেই জরুরি ক্ষেত্রে প্রয়োগের অনুমতি দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। বলা হয়েছে, কেবলমাত্র জরুরি ক্ষেত্রেই এটি ব্যবহার করা যাবে। দুটি টিকার ক্ষেত্রেই দুটি করে ডোজ দেওয়ার কথা বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তৈরি প্যানেলের পরামর্শ অনুযায়ী, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই অনুমোদন দিয়েছে। যদিও ডিসিজিআই কেন তৃতীয় দফার ট্রায়াল না করেই এই টিকাগুলিকে অনুমতি দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

আরও পড়ুন: ‘আমাকেও পুড়িয়ে দাও’, ত্রিপুরায় আত্মঘাতী কর্মচ্যুত শিক্ষকের চিতায় শুয়ে আর্তনাদ স্ত্রীর

কংগ্রেসের অভিযোগ, এ ভাবে নিয়ম না মেনে টিকাকে ছাড়পত্র দেওয়ার ফল খারাপ হতে পারে।

ডিসিজিআই জানিয়েছে, কোভ্যাক্সিন ১১০ শতাংশ কার্যকরী। একটুও সন্দেহ থাকলে এই টিকাগুলিকে ছাড়পত্র দেওয়া হত না। এই টিকাগুলি নিরাপদ ও কার্যকরী বলেই মনে করা হচ্ছে।

সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, সরকারকে যখন অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। বেসরকারি ক্ষেত্রে বিক্রির জন্য এই টিকার দাম হতে পারে এক হাজার টাকা।

 

 

সুত্র: কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button