রাজ্য

কোভিড টিকাকরণ সোমবার বৈঠকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা

কোভিড টিকাকরণ সোমবার বৈঠকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা - West Bengal News 24

বিধানসভা ভোটের আগে আবারও মুখোমুখি আসতে চলেছেন নরেন্দ্র মোদি এবং মমতা ব্যানার্জি। সারা দেশে কোভিড প্রতিষেধকের টিকাকরণ কীভাবে হবে তা নিয়ে সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে সোমবার বিকেল চারটে নাগাদ আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী।

এমাসের শেষেই দেশে টিকাকরণ শুরু হওয়ার কথা। সেব্যাপারেই সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন মোদি। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেও দেন যে আগামী কয়েক দিনের মধ্যেই টিকাকরণ শুরু হবে। এদিন টিকার দ্বিতীয় পর্যায়ের ড্রাই রান পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: পাল্টা ১৯ জানুয়ারি খেজুরিতে সভা করবেন শুভেন্দু অধিকারী

ডিসিজিআই দেশজ দুটি টিকা, এসআইআই-এর কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনে অনুমোদন দিয়ে দিয়েছে। কোভিশিল্ড ভাইরাসের উপর ৭০ শতাংশ কার্যকরী বলে বোঝা গেলেও কোভ্যাক্সিনের এখনও তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ শেষ হয়নি।

তার মধ্যেই সেটি টিকাকরণে অনুমোদন পেয়ে যাওয়ায় বিতর্কও দানা বেঁধেছে। কোভিশিল্ডের ৫০ মিলিয়ন ডোজ তৈরি বলে জানিয়েছিল এসআইআই। কোভ্যাক্সিনের ২০ মিলিয়ন ডোজ প্রস্তুত করেছে ভারত বায়োটেক।

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button