জাতীয়

কর্নাটকে ‘রহস্যজনক’ বিস্ফোরণে নিহত ৮

কর্নাটকে ‘রহস্যজনক’ বিস্ফোরণে নিহত ৮ - West Bengal News 24

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে কর্নাটকের শিবমোগা। এতে নিহত হয়েছে আটজন।

তবে এটি বোমা বিস্ফোরণ ছিল নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১৫-২০ কিলোমিটার এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুধু তাই নয়, বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা গেছে।

বহু বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে। আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসে। এমনকি পার্শ্ববর্তী চিকমাগালুর জেলার একাংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে দাবি করছে স্থানীয়রা।

এদিকে শিবমোগার ঘটনায় শুক্রবার সকালে টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘শিবমোগার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার।’

শিবমোগার স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হঠাৎ করে ঘরবাড়ি সব দুলে ওঠে। ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসি।’

আরও পড়ুন : ইরাকে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, নিমেষেই শেষ ২৮ প্রাণ (ভিডিও সংযুক্ত)

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনো পাথর খাদানে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। গোটা এলাকা ইতোমধ্যেই সিল করে দেওয়া হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুরাধা একটি সংবাদ সংস্থাকে বলেন, ‘শিবমোগা থেকে ৫-৬ কিলোমিটার দূরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।’

অন্যদিকে পুলিশের এডিজি প্রতাপ রেড্ডি জানান, শিবমোগা গ্রামীণ থানার কাছাকাছি এলাকাতেই বিস্ফোরণ হয়েছে। একটা ক্ষতিগ্রস্ত ট্রাক দেখতে পাওয়া গেছে। তবে এটা স্পষ্ট নয় ট্রাকে কোনো বিস্ফোরক ছিল কি না বা বিস্ফোরণে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।

তিনি বলেন, ‘কয়েক জনের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বিস্ফোরণস্থলে ঢুকতে পারেনি। আশঙ্কা করা হচ্ছে আরও বিস্ফোরক থাকতে পারে সেখানে। তবে গোটা এলাকা ইতোমধ্যেই সিল করে দেওয়া হয়েছে।’

অবশ্য সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, খনির কাজের জন্য ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। ওই ট্রাকে থাকা বেশ কয়েক জন নিহত হয়েছেন।

ট্রাকটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে নিহতদের কাউকে চিহ্নিত করা যায়নি।

আরও পড়ুন ::

Back to top button