জাতীয়
যে কনোও প্রান্তে বসেই দেওয়া যাবে এবার নিজের ভোট, রিমোর্ট ভোটিং-এর ব্যবস্থায় নির্বাচন কমিশন
তীর্থঙ্কর মুখার্জি
এবার ভোট দিতে দেশের বিভিন্ন প্রান্তে বা কর্ম সূত্রে বা পড়াশোনার জন্য দেশের বাইরে থাকা ভোটাররদের সেই স্থান থেকেই ভোট দেওয়া সম্ভব হতে পারে আগামী দিনে। ভোটের সময় বহু মানুষ তড়িঘড়ি ছুটে আসে নাম নথিভুক্ত করা কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। আবার অনেকে ভোট দিতে আসেন না।
আরও পড়ুন : করোনার টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে মানুষ, যা বলছেন বিজ্ঞানীরা
সেই সমস্যা দূর করার জন্য নির্বাচন কমিশন রিমোট ভোটিং-এর বন্দোবস্ত করতে চলেছে। প্রতি বছর নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস ২৫ জানুয়ারিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। এই প্রতিষ্ঠা দিবস হিসেবে এই নতুন প্রকল্পের কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন সুনীল আরোরা।