আন্তর্জাতিক

আমিরাতে জরুরি গাড়ি যাওয়ার রাস্তা না দিলেই বিশাল অঙ্কের জরিমানা

আমিরাতে জরুরি গাড়ি যাওয়ার রাস্তা না দিলেই বিশাল অঙ্কের জরিমানা - West Bengal News 24

সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় চলাচলের সময় জরুরি প্রয়োজনে যাওয়া গাড়ির জন্য রাস্তা ছেড়ে না দিলে বিশাল অঙ্কের জরিমানা হবে। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে চলা কোনো গাড়ি এবং পুলিশের গাড়ির গাড়ির জন্য যে সকল গাড়ির চালক রাস্তা ছেড়ে দেবেন না, তাদেরকে তিন হাজার দিরহাম জরিমানা করা হবে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, জরিমানার পাশাপাশি দোষী গাড়ি এক মাসের জন্য আটক রাখবে পুলিশ। সেই সঙ্গে চালকের নামে কালো ছয় পয়েন্ট যুক্ত হবে।

আরও পড়ুন : ক্যামেরুনে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ৫৩ জনের মৃত্যু

মূলত, সড়কে চলাচলের ক্ষেত্রে সবার নিরাপত্তার বিষয়ে প্রচারণা চালানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সবাই যেন, ট্রাফিক আইন মেনে চলে, সেই উদ্দেশেই নতুন এই নিয়ম চালু করা হয়েছে সে দেশে।

এছাড়া, রোগী থেকে শুরু করে দুর্ঘটনার শিকার কাউকে দ্রুত হাসপাতালে পৌঁছাতেও এই নীতি কাজে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: খালিজ টাইমস

আরও পড়ুন ::

Back to top button