জাতীয়

কৃষকদের জন্য ‘জীবনের শেষ’ অনশনে বসছেন আন্না

কৃষকদের জন্য ‘জীবনের শেষ’ অনশনে বসছেন আন্না - West Bengal News 24

কৃষি আন্দোলন নিয়ে উত্তপ্ত গোটা দেশ৷ প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি নিয়ে রণক্ষেত্র হয়ে উঠে রাজধানী দিল্লি ৷ প্রত্যাহার করতে হবে নতুন তিনটি কৃষি আইন ৷ এই দাবিতেই গত কয়েক মাসে ধরে ভারতের কৃষকরা আন্দোলন করে চলেছেন ৷ এবার কৃষকদের সমর্থনে এগিয়ে এলেন আন্না হাজারে ৷

অনশন আন্দোলনের জন্যই আন্না হাজারেকে চেনেন ভারতবাসী। তার দীর্ঘ দিনের অনশন আন্দোলনের জন্য চাপে পড়েই লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে ৷ এবার সেই আন্না হাজারেই কৃষকদের জন্য ফের একবার অনশনে বসতে চলেছেন ৷ তিনি আগেই জানিয়েছিলেন কৃষক আন্দোলনের সমাধান না হলে জানুয়ারির শেষে অনশনে বসতে চলেছেন ৷

কৃষকদের সমর্থন জানিয়ে আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) থেকে অনশনের ঘোষণা দিয়েছেন ভারতের সামাজিক আন্দোলনকর্মী ৮৪ বছর বয়সী এই নেতা। এটিই তার ‘জীবনের শেষ’ অনশন হতে যাচ্ছে বলে জানান তিনি। আন্না তার সমর্থকদের এই আন্দোলনে যোগ দেওয়া আবেদন জানিয়েছেন ৷ নতুন কৃষি আইন কোনও গণতান্ত্রিক নিয়ম মেনে হয়নি এবং ভারতে কোনও নতুন আইন তৈরিতে জনসাধারণের অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন আন্না ৷

আরও পড়ুন : বলিউডের ১০০ কেজির হিরোইন এখন জিরোতে!

৮৪ বছরের এই সমাজকর্মী আরও জানিয়েছেন, কেন্দ্র কৃষকদের বিষয়ে কোনও সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না ৷ সরকার কৃষকদের প্রতি সংবেদনশীল নয় ৷ কেন্দ্রের কাছে একাধিক বার দাবি জানিয়ে চিঠি লেখা হয়েছে ৷ গত তিন মাসে আন্না নিজে ৫ বার চিঠি লিখেছেন ৷ এই নিয়ে আলোচনা হলেও কোনও সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছায়নি সরকার ৷

আন্না হাজারে বলেন, কৃষকদের বিষয় নিয়ে আমি পাঁচবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে আবেদন জানিয়েছিলাম। কোনও উত্তর আসেনি। তাই জীবনের শেষ অনশনে বসার সিদ্ধান্ত নিলাম।

আরও পড়ুন ::

Back to top button