আন্তর্জাতিক

আবারও ২ সপ্তাহের লকডাউন বৃদ্ধি করল মালয়েশিয়া

আবারও ২ সপ্তাহের লকডাউন বৃদ্ধি করল মালয়েশিয়া - West Bengal News 24

করোনা মোকাবিলায় মালয়েশিয়ায় আবারও ২ সপ্তাহের লকডাউন বৃদ্ধি করে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

এর আগে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বা লকডাউন ঘোষণা করা হয়েছিল। এতেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আবারও লকডাউন বাড়াল দেশটির সরকার। করোনা নিয়ন্ত্রণে এবার কঠোরভাবে লকডাউন কার্যকরী করবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন : থমথমে মিয়ানমার, সু চি কোথায়?

সিনিয়র মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, করোনা সংক্রমণ আরো বেড়ে গেছে। এ পরিস্থিতিতে এমসিও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সারওয়াক রাজ্য বাদে সারা দেশে এমসিও বলবৎ থাকবে বলে ঘোষণা দেন মন্ত্রী। জাতীয় নিরাপত্তা কাউন্সিলও এ বিষয়ে একমত পোষণ করেছে বলে জানান তিনি।

চলমান এ লকডাউনে জনগণকে একেবারেই নিয়ন্ত্রিত জীবনযাপনে বাধ্য করা হবে। রাস্তায় রাস্তায় রোড ব্লক করা হয়েছে। বিনা কারণে বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। মঙ্গলবার দেশটিতে ৩ হাজার ৪৫৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২১ জন।

আরও পড়ুন ::

Back to top button