Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

একের পর এক প্রেম নিয়ে আলোচনায় এসেছেন যে বলিউড অভিনেত্রীরা

একের পর এক প্রেম নিয়ে আলোচনায় এসেছেন যে বলিউড অভিনেত্রীরা

প্রয়োজনীয় উচ্চতা, সুন্দর লুক, সেই সাথে দারুণ গ্ল্যামার বলিউডে সফল ক্যরিয়ারের পূর্বশর্ত। আর এই গুণগুলো থাকলেই প্রেমিকও জুটে যায় সহজেই। বলিউডের শীর্ষ পাঁচ নায়িকাকে নিয়ে আজকের আলোচনা, যারা ক্যরিয়ারের শুরু থেকে সবসময়ই প্রেমের জন্য খবরের শিরোনাম হয়েছেন।

কারিনা কাপুর

একের পর এক প্রেম নিয়ে আলোচনায় এসেছেন যে বলিউড অভিনেত্রীরা
কারিনা কাপুর বেশ কিছুদিন হলো বলিউড নবাব সাইফ আলী খানের সঙ্গে সংসারে স্থির হয়েছেন। ক্যারিয়ারের শুরুতে অভিনেতা ঋত্বিক রোশনের সাথে কারিনার প্রেম ছিল। এর পরই আরেক অভিনেতা শহীদ কাপুরের সাথে সম্পর্কে জড়ান কারিনা। ‘ফিদা’ ছবির শুটিংয়ে সহঅভিনেতা ফারদিনের সাথেও কারিনার ঘনিষ্ঠতার কথা শোনা গেছে। অবশেষে সাইফকে ভালোবেসে তার সাথেই ঘর বেঁধেছেন কারিনা।

বিপাশা বসু

একের পর এক প্রেম নিয়ে আলোচনায় এসেছেন যে বলিউড অভিনেত্রীরা
একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়ার অভিজ্ঞতা আছে বিপাশা বসুরও। বলিউডে বিপাশার প্রথম প্রেমিক হলেন ‘রাজ’ ছবির সহঅভিনেতা দিনো মরিয়া। পরবর্তীতে ‘জিসাম’ ছবির সেটে বিপাশা জন আব্রাহামের প্রেমে পড়েন। বিপাশার প্রেমিক তালিকার শেষে রয়েছেন অভিনেতা হারমান বাওয়েজা।

আরও পড়ুন : বলিউডের জনপ্রিয় ৬ অভিনেতার সত্যিকারের নাম ও পরিবর্তনের কারণ

ঐশ্বরিয়া রাই বচ্চন

একের পর এক প্রেম নিয়ে আলোচনায় এসেছেন যে বলিউড অভিনেত্রীরা
অভিষেককে বিয়ে করার আগে প্রেমের নদীতে সাঁতার কেটেছেন ঐশ্বরিয়াও। ক্যারিয়ারের শুরুতে সালমান খানের সঙ্গে প্রেম করেছেন তিনি। অনেক উত্থান-পতনের পর সালমানের সাথে ব্রেক আপ করলেন ঐশ্বরিয়া। এরপর প্রেম করেছেন বিবেক ওবেরয়ের সাথে। এবং অবশেষে বিয়ে করলেন অভিষেককে।

লারা দত্ত

একের পর এক প্রেম নিয়ে আলোচনায় এসেছেন যে বলিউড অভিনেত্রীরা
দীর্ঘসময় মডেল-অভিনেতা কেলি দরজির সাথে প্রেম করেছেন কথিত মিস ওয়ার্ল্ড লারা দত্ত। দশ বছর পর ব্রেক আপ করেছেন তারা। এরপর অভিনেতা দিনো মোরা’র প্রেমে পড়েছেন তিনি। দুইবার ব্রেক আপের পর টেনিস তারকা মহেশ ভুপাঠিকে বিয়ে করে সংসার বেঁধেছেন লারা দত্ত।

আরও পড়ুন : পৃথিবী বিখ্যাত ৮ বলিউড তারকা ও তাঁদের অদ্ভুতুড়ে “শখ”

দীপিকা পাডুকোন

একের পর এক প্রেম নিয়ে আলোচনায় এসেছেন যে বলিউড অভিনেত্রীরা
বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন দীপিকা ক্যারিয়ারের শুরুর আগেই মডেল নিহার পান্ডার সাথে সম্পর্কে জড়িয়েছেন। বলিউডে পা রাখার পর রণবীর কাপুরের সাথে দীপিকার প্রেম হয়। কিন্তু রণবীরের অস্থির মনের কারণে সে প্রেম ভেঙ্গে গেছে। এরপর যথাক্রমে যুবরাজ সিং এবং মাহেন্দ্র সিং ধোনির সাথে দীপিকার জড়িত হবার খবর শোনা গেছে। এমনকি সিদ্ধার্থ মালয়ের সাথেও প্রেম করেছেন দীপিকা। বর্তমানে দীপিকা ‘রামলীলা’ ছবির সহঅভিনেতা রনভীর সিংয়ের সাথে চুটিয়ে প্রেম করছেন।

আরও পড়ুন ::

Back to top button