আন্তর্জাতিক

আফগানিস্তানে ৫০ বার রকেট হামলা পাকিস্তানের

আফগানিস্তানে ৫০ বার রকেট হামলা পাকিস্তানের - West Bengal News 24

পাকিস্তান থেকে নিক্ষেপ করা অন্তত ৫০টি রকেট আফগানিস্তানের কুনার রাজ্যের শেল্টন জেলায় আঘাত হেনেছে। রাজ্যেটির গভর্নর মুহাম্মদ ইকবাল সাইদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগান বার্তা সংস্থা খামা নিউজ।

প্রতিবেদনে বলা হয়, এ হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এর জেরে স্থানীয় বাসিন্দাদের মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্ত এলাকায় পাকিস্তান এবং আফগান সরকার মাঝে-মাঝেই গোলাগুলির ব্যাপারে একে অন্যকে দোষারোপ করে। অথচ, সীমান্তের উভয় দিকেই মাঝে মাঝে জঙ্গি সংগঠনের সদস্যরা অবস্থান করে।

আরও পড়ুন : করোনার ৪ হাজার রূপ, উদ্বেগ বিশেষজ্ঞদের

ডুরান্ড লাইন বা আন্তার্জাতিক সীমান্ত রেখা দ্বারা আফগানিস্তান ও পাকিস্তান বিভক্ত। দেশ দুটির মধ্যে প্রায় দুই হাজার চারশ কিলোমিটার সীমান্ত রয়েছে। আর সেই সীমানা রেখা বরাবর গ্রাম থেকে শুরু করে মসজিদ, বিদ্যালয় এবং নানা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে এমনো বাড়ি রয়েছে, যার অর্ধেক রয়েছে পাকিস্তানে এবং বাকি অর্ধেক আফগানিস্তানে।

পাকিস্তান ২০১৭ সালে এসে জানায়, সহিংসতা বন্ধে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে সীমানা বরাবর বেড়া দেওয়া হচ্ছে। যদিও পাকিস্তানের সেই পদক্ষেপের নিন্দা জানায় আফগান সরকার।

আরও পড়ুন ::

Back to top button