আন্তর্জাতিক

এবার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ইরানের, নিহত অন্তত ৫০ সন্ত্রাসী

এবার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ইরানের, নিহত অন্তত ৫০ সন্ত্রাসী - West Bengal News 24

ইসলামাবাদ, ০৫ ফেব্রুয়ারি – পাকিস্তানের বালুচিস্তানের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালাল ইরানের সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ শাখা তথা স্পেশ্যাল ফোর্স ইরানি রেভলিউশানির গার্ড কোর (আইআরজিসি)। ওই হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। খবর ইন্ডিয়া টুডে, বিজনেস টুডে ও দ্য উইকের।

জানা গেছে, আগাম গুপ্তচর মারফত খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বালুচিস্তানের ইরান সীমান্তের কাছে রুক্ষ পাহাড়ি এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইরানি সেনারা। তাদের অভিযানে নিহত হয় জইশ-আল-আদল সংগঠনের বহু জঙ্গি এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেনা। পাকিস্তান শিবিরের নিহতের সংখ্যা ৫০-এর কাছাকাছি। অভিযানে জখম হয়েছেন বেশ কয়েকজন ইরানি সৈনিক।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দুই সেনা গত আড়াই বছর ধরে জইশ-আল-আদলের হাতে পণবন্দি ছিল। তাদের নিরাপদে উদ্ধার করতেই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। এই অভিযান সফল হয়েছে। পাকিস্তান সেনার মদতে সুন্নি মতাবলম্বী জঙ্গি সংগঠন জইশ-আল-আদল এর আগে বহুবার আত্মঘাতী হামলা চালিয়ে অনেক ক্ষয়ক্ষতি করেছে শিয়া মতাবলম্বী ইরানের রেভলিউশনারি গার্ডের।

আরও পড়ুন : সু চির প্রধান সহযোগী গ্রেপ্তার

উল্লেখ্য, পাকিস্তানের সামরিক বাহিনীর ছত্রছায়ায় বেড়ে উঠেছে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। এদের মধ্যে বেশ কয়েকটি ছায়াযুদ্ধ চালাচ্ছে শিয়া অধ্যুষিত ইরানের বিরুদ্ধে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুন্নি জঙ্গি সংগঠন বালুচিস্তানের জইশ-আল-আদল। সংগঠনটির দাবি, তারা ইরান সরকারের বিরুদ্ধে সে দেশের বালুচ নাগরিকদের রক্ষার জন্য লড়াই করছে। আগেও বেশ কয়েকবার ইরানের সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে জেহাদি সংগঠনটি। ২০১৯ সালে বালুচিস্তানে ইরান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ২৭ জন ইরানি সেনাকে হত্যা করে জইশ-আল-আদল। এর জন্য পাকিস্তানকে কড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মুহাম্মদ আলি জাফারি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন
এন এ/ ০৫ ফেব্রুয়ারি

আরও পড়ুন ::

Back to top button