বিনোদন

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না স্বরা ভাস্করের!

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না স্বরা ভাস্করের!

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না স্বরা ভাস্করের। সবসময়েই সোজাসাপ্টা কথা বলেন। বাঁকা কথা বর্ষণেও প্রতিবাদী স্বরার জুড়ি মেলা ভার। বিভিন্ন বিষয়ে বারবার স্পষ্ট ভাষায় নিজের মতামত প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন স্বরা।

সে অভিনয় জগৎ হোক কিংবা রাজনীতির ময়দান, মন্তব্য তিনি করবেনই। মোঘলরা ভারতকে ধনী করেছে। শনিবার ‘বীরে দি ওয়েডিং’ খ্যাত অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন।

তবে শুধু মন্তব্য করেই থেমে থাকেননি, তার যুক্তিস্বরূপ আবার এক আর্টিকেলও শেয়ার করেছেন তার সঙ্গে। আর এতেই বেজায় চটেছেন অনেকে। স্বরা যে আর্টিকলটি তার মন্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছেন। এতে লেখা রয়েছে, ‘মোঘলরা যুদ্ধ জয় করে বিজেতারূপেই ভারতে প্রবেশ করেছিল। তবে ওদের উপনিবেশবাদী মর্মে স্মরণ করা হয় না, বরং ওদের অনেকাংশে ভারতীয় বলেই মনে করা হয়। ভারতের বাণিজ্য, রাস্তাঘাট, রাজপথ, সমুদ্র তথা জলপথের উন্নতি ঘটেছিল তাদের জন্যই। মোঘলদের তত্ত্বাবধানেই হিন্দুরা ফুলেফেঁপে উঠেছিল। যার সবই নিঃশেষ হয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে।’

অনেকে এই পোস্টের জন্য স্বরাকে মূর্খ বলে অভিহিত করছে। কেউ আবার তাকে ঠিক করে ইতিহাস পড়ার পরামর্শ দিয়েছেন। কেউ আবার ভারতীয় ইতিহাসের এমন কিছু তাৎপর্যমূলক ঐতিহাসিক ঘটনা ও অনেক বীরযোদ্ধাদের কথা তুলে ধরে ধিক্কার জানিয়েছেন মোঘল আমলকে।

আরও পড়ুন ::

Back to top button