বিচিত্রতা

ইরানি এ শিশুটি যেন সত্যিকার স্পাইডারম্যান! (ভিডিও সংযুক্ত)

ইরানি এ শিশুটি যেন সত্যিকার স্পাইডারম্যান! (ভিডিও সংযুক্ত)

স্পাইডারম্যানের মতো বাস্তবেই যে কেউ দেয়াল বেয়ে উঠতে পারে, তা আগে কেউ ভাবতে পারেনি। সত্যিকার এমন স্পাইডারশিশুর দেখা মিলেছে ইরানে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।

তিন বছর বয়সী ইরানি শিশুটির নাম আরাত হোসাইন। সে বর্তমানে বহুধরনের জিনম্যাস্টিকস কসরত দেখাতে পারে। তবে সে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে খাড়া দেয়াল বেয়ে উঠে। একটি পিলার ধরেই সে সোজা উপরে উঠে যেতে পারে।

শুধু হাত-পা ব্যবহার করেই সে এ কসরত দেখায়। আর এ কাজে তেমন কোনো সরঞ্জামও সে ব্যবহার করে না।

ইন্টারনেটে তার দেয়াল বেয়ে ওঠার ও আরও কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এছাড়া তার আরও কিছু শারীরিক কসরত অনলাইনে পাওয়া যাচ্ছে।

একটি ভিডিওতে দেখা যায়, সে প্রায় ১০ ফুট উঁচু দেয়াল বেয়ে উঠে পড়ে। এ কাজে তাকে সর্বদা উৎসাহ দিয়ে সহায়তা করে তার বাবা। সে বিভিন্ন ধরনের ইয়োগাও করতে পারে বলে জানিয়েছেন তার বাবা। এছাড়া তার দৈনিক মাত্র ১০ থেকে ২০ মিনিট প্রশিক্ষণ নিতে হয়।

ভিডিওতে দেখুন আরও কিছু তথ্য:

আরও পড়ুন ::

Back to top button