রূপচর্চা

মাত্র ৫ মিনিটে করে ফেলুন পারফেক্ট পাফ (ভিডিও সংযুক্ত)

মাত্র ৫ মিনিটে করে ফেলুন পারফেক্ট পাফ (ভিডিও সংযুক্ত)

সামনের চুলগুলো পাফ করে কিছুটা ফুলিয়ে একটি ছোট হাত খোঁপা কিংবা টুইস্ট বেনি অথবা অন্য যেকোন হেয়ার স্টাইল করা হয়। পাফ ছাড়া চুলে কোন স্টাইলই তেমন মানায় না। পার্লারে যেকোন হেয়ার স্টাইল করার আগে চুলে পাফ করে নেওয়া হয়। অনেকে বাসায় নিজে করে থাকেন চুলের পাফ। তবে পার্লারের মত পারফেক্ট পাফ হয় না। বাসায় করতে গেলে কোন না কোন সমস্যার সম্মুখিন হতে হয় আপনাকে। চুলে পাফ করতে গিয়ে চলে যায় অনেকটা সময়।

চুলের এই পাফ যদি পাঁচ মিনিটে করা যায়, তবে কেমন হয় বলুন তো? অবাক হচ্ছেন? ভাবছেন পাঁচ মিনিটে পাফ করা কি করে সম্ভব! অবাক হওয়ার কিছু নেই, কিছু কৌশলে পাঁচ মিনিটে চুলে পাফ করা সম্ভব। এই পাফ করা হেয়ার স্টাইল আপনি করতে পারেন যেকোন অনুষ্ঠানে।

টিপস:
১। চুল ধোয়ার পর ব্লো ড্রাই করার সময় চুলগুলো উল্টো করে তারপর ব্লো ড্রাই করুন। এটি আপনার চুলের ভলিউম বেশি দেখাবে এবং খুব সহজে পাফ তৈরি হয়ে যাবে।

২। আপনি যদি উঁচু পাফ করতে চান, তবে এরজন্য প্রয়োজন পড়বে ট্রেসিং চিরুনি, হেয়ার স্প্রে, শ্যাম্পু, ব্লো ড্রাইয়ার এবং হেয়ার স্ট্যাইনার। এই উপাদানগুলো দিয়ে পারফেক্ট হেয়ার পাফ করা সম্ভব।

৩। উঁচু পাফের জন্য আপনার অনেক অনুশীলনের প্রয়োজন হবে। উঁচু বড় পাফ কিছুটা সময় সাপেক্ষ।

ছোট এই ভিডিও থেকে শিখে নিন কৌশলগুলো:

আরও পড়ুন ::

Back to top button