ঝাড়গ্রাম

জাতিগত উন্নয়ন পর্ষদ গড়ার দাবিতে ডোম সমাজের মিছিল

স্বপ্নীল মজুমদার

জাতিগত উন্নয়ন পর্ষদ গড়ার দাবিতে ডোম সমাজের মিছিল - West Bengal News 24

ঝাড়গ্রাম: এবার জাতিগত উন্নয়ন পর্ষদ গড়ার দাবিতে ঝাড়গ্রামের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল ডোমদের একটি সামাজিক সংগঠন। সোমবার ঢোল-ঢাক বাজিয়ে ঝুড়ি-কুলো নিয়ে কয়েকশো ডোম সম্প্রদায়ের মানুষজন মিছিল করে জেলাশাসকের দপ্তরের বাইরে জমায়েত করেন।

দশ দফা দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। তাঁদের দাবি, ডোম সম্প্রদায়ের উন্নয়নের জন্য ডোম উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে। বাঁশ-বেত-ঝাটাই শিল্পীদের প্রশিক্ষণ এবং বাঁশ জাত দ্রব্য সরকারি ভাবে বিপণনের ব্যবস্থা করতে হবে। ভূমিহীনদের পাট্টা দিতে হবে। ডোম শিল্পী ও বাদকদের সরকারি নিয়মে শিল্পীভাতা দিতে হবে।

আরও পড়ুন : চুয়াড় বিদ্রোহের ‘মহানায়ক’-এর মূর্তি বসল বেলপাহাড়িতে

প্রত্যেক ডোম পরিবারকে সরকারি প্রকল্পের বাড়ি দিতে হবে। ডোমদের বিনা দলিলে তফসিলি জাতিগত শংসাপত্র দিতে হবে। ডোম পাড়া গুলিতে পৃথক ভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র করতে হবে ইত্যাদি। সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি জয়দ্রত মিদ‍্যা, ঝাড়গ্রাম জেলা সভাপতি ভোলানাথ কালিন্দি জানালেন, ডোম সম্প্রদায়ের বেশির ভাগ মানুষ বাঁশের ঝুড়ি, কুলো, চালন তৈরি করেন।

জাতিগত উন্নয়ন পর্ষদ গড়ার দাবিতে ডোম সমাজের মিছিল - West Bengal News 24

এছাড়া ঢাক, ঢোল বাজানোর কাজও করেন অনেকে। ভোলানাথবাবু জানালেন, ডোম জাতি উন্নয়ন পর্ষদ গঠন সহ ডোম সম্প্রদায়ের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের দাবিতে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button