টলিউড

ঝাড়গ্রামের পটভূমিতে বাংলা ছবি ‘ইস্কাবন’

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রামের পটভূমিতে বাংলা ছবি ‘ইস্কাবন’ - West Bengal News 24

বড়পর্দায় ফিরছে জঙ্গলমহলের সাম্প্রতিক অতীত ইতিহাস! ২০০৯-১০ সালের যে ইতিহাসের সাক্ষী জঙ্গলমহলবাসী। অনেক প্রাণ ও ধ্বংসের পরে যৌথ বাহিনীর নিরন্তর অভিযানের পরে শান্তি ফেরে। ২০১১ তে রাজ্যে রাজনৈতিক পালাবদলের এক দশক পরে বদলে গিয়েছে জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম। এবার সেই সাম্প্রতিক অতীতের অশান্তি পর্বের পটভূমিকায় তৈরি হচ্ছে বাংলা ছবি ‘ইস্কাবন’।

ছবির বর্হিদৃশ্য গ্রহণ চলছে ঝাড়গ্রাম জেলার জঙ্গল-পাহাড়ের বিভিন্ন এলাকায়। এসএমডি এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবিটিতে ওই পর্বের বিভিন্ন অতিবাম বিপ্লবী নেতাদের দেখানো হয়েছে। ছবিতে সে সময়ের এক শীর্ষ মাওবাদী নেতার চরিত্র রয়েছে, যিনি ‘জনগণ’-এর আদালতে বিচারের নামে বহু মানুষের প্রাণ নিয়েছিলেন। গণ মিলিশিয়ার নাম করে বন্দুকের নলের ডগায় হাজার হাজার মানুষকে মিছিলে হাঁটিয়ে খুন-সন্ত্রাসের সাক্ষী রাখতেন।

আরও পড়ুন : ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করছেন শ্রীদেবীর স্বামী বনি?

এমনই এক ‘অমুক’জির ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়া ‘সত্য’ নামে এক মাওবাদী নেতার ভূমিকায় অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় তরুণ অভিনেতা সৌরভ দাস। এলাকার এক প্রভাবশালী সংসদীয় বাম রাজনৈতিক নেতার ভূমিকায় রয়েছেন খরাজ মুখোপাধ্যায়। আরও অনেক বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী আছেন ছবিটিতে। জুনিয়র আর্টিস্ট হিসেবে ঝাড়গ্রামেরও কয়েকজন অভিনয় করেছেন।

রাধামাধব মণ্ডলের ‘রেড স্টারের ক্যাম্প’ গল্প অবলম্বনে এই ছবিতে অতি বাম সশস্ত্র বিপ্লবীদের বহু অজানা কথা রয়েছে। তরুণ পরিচালক মন্দীপ সাহার এই ছবির মূল চরিত্র কেন্দ্রীয় বাহিনীর অফিসার শিবের ভূমিকায় অভিনয় করছেন নবাগত সঞ্জু। এছাড়াও এক স্কোয়াড নেত্রী গোলাপির ভূমিকায় অভিনয় করছেন অনামিকা চক্রবর্তী। পরিচালক মন্দীপ জানাচ্ছেন, অশান্তিপর্বের সময়ে অসম-প্রেমকে ঘিরেই ছবিতে এসেছে অতি বাম বিপ্লবীদের জঙ্গলজীবনের নানা কথা। অতি বাম বিপ্লবীদের বিপ্লব-তত্ত্ব পরবর্তীকালে কীভাবে আদর্শচ্যুত হয়েছে রয়েছে তেমন কিছু ঘটনাও। শেষ অতিবাম বিপ্লবীটি কে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন পরিচালক।

আরও পড়ুন : বিকিনিতে ঝড় তুলেছেন শহিদের স্ত্রী

ঝাড়গ্রামের কলাবনির জঙ্গল, বেলপাহাড়ির বিভিন্ন এলাকায় ছবির দৃশ্যগ্রহণ হয়েছে। ছবিতে কেন্দ্রীয় বাহিনীর এক কম্যান্ডান্টের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সুমিত গঙ্গোপাধ্যায়। ছবির রয়েছে অসাধারণ কিছু গান। অনিন্দ্য মুখোপাধ্যায়ের সুরে গানগুলি গেয়েছেন শান, নচিকেতা চক্রবর্তী, অন্বেষা দাশগুপ্ত ও রূপঙ্কর। ছবির ডিরেক্টর অফ ফোটোগ্রাফির দায়িত্বে রয়েছেন ঈশ্বর বারিক। ছবির চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন অর্ণব ভৌমিক ও অনিন্দ্য মুখোপাধ্যায়।

এমন একটা শক্ত বিষয় নিয়ে ছবি করা সহজ কাজ নয়। পরিচালক মন্দীপ সাহার এটি প্রথম ছবি। তাই মন প্রাণ উজাড় করে দিয়ে কাজ করছেন তিনি। সারা বিশ্বের বাংলা ছবির দর্শকদের পাশাপাশি ‘ইস্কাবন’ দেখার আগ্রহে রয়েছেন জঙ্গলমহলবাসীও। এখন শুধু সময়ের অপেক্ষা!

আরও পড়ুন ::

Back to top button