বিচিত্রতা

বাতাস লেগে অন্তঃসত্ত্বা, এক ঘণ্টা পরেই সন্তান প্রসব

বাতাস লেগে অন্তঃসত্ত্বা, এক ঘণ্টা পরেই সন্তান প্রসব - West Bengal News 24

বাতাস লেগে অন্তঃসত্ত্বা এবং তার মাত্র এক ঘণ্টা পরেই সন্তান প্রসব করেছেন ইন্দোনেশিয়ার এক নারী। সম্প্রতি বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণ পশ্চিম জাভা প্রদেশে।

সন্তান প্রসব করা সেই নারী সিতি জাইনার দাবি, তিনি গর্ভবতী ছিলেন না, পুরো ঘটনাটাই ঘটেছে আকস্মিক ভাবে।

এমন অদ্ভুত দাবি শুনে স্বাভাবিক ভাবেই হকচকিয়ে গিয়েছে প্রশাসন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পঁচিশ বছর বয়সী জাইনা গত সপ্তাহেই একটি শিশুকন্যার জন্ম দিয়েছেন। বর্তমানে তিনি ও তার সন্তান, দু’জনেই সম্পূর্ণ সুস্থ। শিশুটির ওজন ২ দশমিক ৯ কেজি। এমন অদ্ভুত উপায়ে গর্ভধারণের কথা শুনে তাজ্জব অনেকেই।

আরও পড়ুন : কনের ছবি তুলতে গিয়ে বরের হাতে মার খেলেন ফটোগ্রাফার

এক স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ঘটনার সময় তিনি নিজের ঘরেই ছিলেন। এই সময় একটা হাওয়া যেন গোটা বাড়িটাকে ঘিরে ধরে। আর পনেরো মিনিটের মধ্যেই তার পেটে ব্যথা শুরু হয়। দ্রুত ব্যথাটা বাড়তে থাকে। তড়িঘড়ি এক স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হলে সেখানেই সন্তানের জন্ম দেন তিনি।

স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের পরিচালক ইমান সুলাইমান বলেছেন, ওই নারী সম্ভবত ক্রিপ্টিক গর্ভাবস্থার অভিজ্ঞতা পেয়েছেন। এ ধরনের গর্ভাবস্থায় লেবার হওয়ার আগ পর্যন্ত একজন নারী বুঝতে পারেন না যে তিনি অন্তঃসত্ত্বা।

সূত্র: দ্য সান

আরও পড়ুন ::

Back to top button