বিচিত্রতা

সাপের উপস্থিতি টেরই পেল না বেচারা গিরগিটি (ভিডিও সংযুক্ত)

সাপের উপস্থিতি টেরই পেল না বেচারা গিরগিটি (ভিডিও সংযুক্ত)

কিছু সাপ রয়েছে যাদের প্রিয় খাবার গিরগিটি। আর এ গিরগিটি ধরার জন্য তারা যে দক্ষতা অর্জন করে, তার কোনো তুলনা নেই।

এসব সাপ এমনভাবে বালির নিচে লুকিয়ে থাকে যে, তা গিরগিটি টেরই পায় না।

এ ধরনের একটি সাপের গিরগিটি ধরার দক্ষতাকেই তুলে ধরা হয়েছে ক্যামেরায়। গিরগিটি ধরার জন্য সাপটি অত্যন্ত সন্তপর্ণে গিয়ে হাজির হয় শিকারের একেবারে পেছনে। এরপর ছোবল দিয়ে ধরার আগ পর্যন্ত সাপের উপস্থিতি টের পায় না সেই গিরগিটি বেচারা।

এ ঘটনার ভিডিও করেছে ন্যাশনাল জিওগ্রাফিক। এতে স্যার ডেভিড অ্যাটেনবার্গ ঘটনাটির বর্ণনা করেছেন।

ন্যাশনাল জিওগ্রাফিকের ভিডিওতে দেখুন তেমন একটি দৃশ্য :

আরও পড়ুন ::

Back to top button