আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ৩ শতাধিক ছাত্রীকে অপহরণ করলো বন্দুকধারীরা

নাইজেরিয়ায় ৩ শতাধিক ছাত্রীকে অপহরণ করলো বন্দুকধারীরা - West Bengal News 24

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের জামফারা প্রদেশের একটি স্কুল হোস্টেল থেকে ৩১৭ ছাত্রীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। শুক্রবার রাজ্য পুলিশ এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

একজন শিক্ষক এবং অভিভাবক জানিয়েছেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গণঅপহরণের দ্বিতীয় ঘটনা এটি। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানিয়েছেন, ‘কমপক্ষে ৩০০ মেয়েকে তুলে নেয়া হয়েছে।’

প্রদেশটির তথ্য কমিশনার সুলায়মান তানাউ আনকা বলেছেন, ‘ঠিক কত বাচ্চাকে তুলে নেয়া হয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’

আরও পড়ুন : গাঁজা বিক্রি করে টাইসনের মাসে আয় সোয়া ৪ কোটি টাকা

তিনি আরও বলেন, অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করতে করতে হোস্টেলে ঢুকে মেয়েদের নিয়ে যায়। তারা গাড়িতে এসেছিল বলে তথ্য পেয়েছি। নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।’

গত সপ্তাহে একইভাবে বন্দুকধারীরা ৪২ জনকে হত্যা করে। এর মধ্যে ২৭ জন শিক্ষার্থী ছিলেন। এর আগে গেল বছরের ডিসেম্বরে অপহরণ করা হয় ৩০০ ছাত্রকে। পরে সরকার অপহরণকারীদের সঙ্গে আপস করে তাদের মুক্তির ব্যবস্থা করে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন ::

Back to top button