রাজনীতিরাজ্য

নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন মমতা

West Bengal Election 2021 : নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন মমতা - West Bengal News 24

বিধানসভা নির্বাচন উপলক্ষে সব কিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ নন্দীগ্রাম আসনে নিজের মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গেছে, প্রথম তিন দফার ভোটের জন্য দলের প্রার্থী তালিকা বুধবার প্রকাশ করা হবে।

সেই তালিকায় নন্দীগ্রামের প্রার্থী হিসেবে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

গত বিধানসভা নির্বাচনে এই আসন থেকে বিধায়ক হিসেবে জিতে রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে তিনি মন্ত্রীত্ব এবং বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে গিয়েছেন।

আরও পড়ুন : পিঠে ঝুড়ি নিয়ে চা শ্রমিকের কাজে প্রিয়াঙ্কা গান্ধী

রাজনৈতিক মহলের একাংশের মতে, মমতার জন্য নন্দীগ্রামের যুদ্ধ ‘সহজ’ হবে না। তার মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে বিজেপি কৌশলগতভাবেই শুভেন্দু অধিকারীকেই আবার প্রার্থী করতে পারে।

অন্যদিকে, ইতিমধ্যেই বামফ্রন্টের শরিক সিপিআই জানিয়ে দিয়েছে, তারা জোটের স্বার্থরক্ষায় ওই আসন ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ অর্থাৎ আব্বাস সিদ্দিকির দলকে ছেড়ে দিতে পারে।

আরও পড়ুন ::

Back to top button