প্রযুক্তি

চীনের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ মাইক্রোসফটের

চীনের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ মাইক্রোসফটের - West Bengal News 24

চীনের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ এনেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। তাদের দাবি, এর মেইল সার্ভার সফটওয়্যারে হামলা করেছে চীনের সাইবার দলটি। হাফনিয়াম (Hafnium) নামের ওই হ্যাকার দলটি খুবই দক্ষ এবং তাদের প্রতি রাষ্ট্রপক্ষেরও সমর্থন রয়েছে বলে দাবি মাইক্রোসফটের।

একটি ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ইমেইলে অনুপ্রবেশ করে।

আরও পড়ুন : সাবেক স্বামীর উপহার ৯৭ কোটি টাকায় বিক্রি করলেন জোলি

মাইক্রোসফটের থ্রেট ইনটেলিজেন্স সেন্টার বলেছে, এ সাইবার হামলাকারী দলকে চীন পৃষ্ঠপোষকতা দেয় এবং চীনের বাইরে এরা হামলা পরিচালনা করে।

মাইক্রোসফট আরও বলেছে, হাফনিয়ামের টার্গেটের আওতায় রয়েছে সংক্রমণ ব্যাধি গবেষক, আইন প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা কনট্রাক্টর। এছাড়াও তাদের টার্গেটের আওতায় আছে পলিসি থিংক ট্যাকস ও বেসরকারি সংস্থা।

আরও পড়ুন ::

Back to top button