ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে স্বামীজি-বিষয়ক যুব সম্মেলন

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রামে স্বামীজি-বিষয়ক যুব সম্মেলন - West Bengal News 24

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র ও সেবা সমিতির আয়োজনে শুক্রবার ঝাড়গ্রাম শহরে সংস্থার রামকৃষ্ণ মন্দিরের সভাঘরে স্বামীজির জীবন ও শিক্ষা বিষয়ক একটি যুব সম্মেলন অনুষ্ঠিত হল।

ঝাড়গ্রামের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং স্বনির্ভরতার লক্ষ্যে টেলারিং প্রশিক্ষণরত ছাত্রীরাও উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের স্বামী ব্রহ্মেশ্বরানন্দ, কাপগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রণব সাহু সহ বিভিন্ন বিশিষ্টজন। ১৪০ ছাত্রছাত্রীকে স্বামী বিবেকানন্দ সম্পর্কিত বিভিন্ন বই দেওয়া হয়।

আরও পড়ুন : তৃনমূলের বিরুদ্ধে প্রচারের ঝড় তুলতে গানের মাধ্যমে নতুন স্লোগান তুললেন বিজেপি নেত্রী কবিতা নস্কর

অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন পাঠচক্রের সভাপতি নিত্যরঞ্জন দাস। স্বদেশ মন্ত্র পাঠ করেন তমাল চক্রবর্তী। ভক্তিগীতি পরিবেশন করেন শম্পা মহাপাত্র ও অঙ্কন মাইতি। স্বামীজির ভাবনায় চরিত্র নির্মাণ বিষয়ে আলোচনা করেন স্বামী ব্রহ্মেশ্বরানন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন পাঠচক্রের সহ সভাপতি বিমলেশ বিশ্বাস।

আরও পড়ুন ::

Back to top button