আন্তর্জাতিক

সৌদি বিমানবন্দরে দফায় দফায় ড্রোন হামলা

সৌদি বিমানবন্দরে দফায় দফায় ড্রোন হামলা - West Bengal News 24

সৌদি আরবের কিং খালেদ এয়ারপোর্টে দফায় দফায় ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মাত্র ২৪ ঘণ্টায় তিনবার ড্রোন হামলা চালায়।

শনিবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ির বরাতে বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

ইয়াহিয়া সারিয়ি বলেন, ‘ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাম্মাদ ড্রোন দিয়ে গত ২৪ ঘন্টায় কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দুটি ড্রোনের মাধ্যমে বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।’

আরও পড়ুন : আস্থা ভোটে জয়ী ইমরান খান

ইরনার খবরে বলা হয়, এর আগে শুক্রবার দিনের প্রথম দিকে তিনটি ড্রোন দিয়ে কিং খালিদ বিমানঘাঁটিতে হামলা চালায় হুতিরা। এছাড়া আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে।

ইরানি মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দে রাব্বি মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে। পরে আব্দে রাব্বি মানসুর দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান। এরপর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট। তখন থেকে সৌদি শহরগুলোতে মাঝেমধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইরানের মিত্র হুতিরা।

আরও পড়ুন ::

Back to top button