ঝাড়গ্রাম

শুভেন্দুর নেতৃত্বে মহা-মিছিল, ঝাড়গ্রামের চারটি আসনে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থীরা

স্বপ্নীল মজুমদার

West Bengal Assembly Election 2021 : শুভেন্দুর নেতৃত্বে মহা-মিছিল, ঝাড়গ্রামের চারটি আসনে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থীরা - West Bengal News 24

ঝাড়গ্রাম: শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কয়েক হাজার কর্মী-সমর্থকের মিছিল করে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে মনোনয়ন জমা দিলেন বিজেপির প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরে বিজেপির জেলা কার্যালয় থেকে শুভেন্দুর নেতৃত্বে নজরকাড়া মিছিল শুরু হয়।

শুভেন্দুর সঙ্গে তাঁর দু’পাশে ছিলেন ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থী সুখয়ম শতপথী, গোপীবল্লভপুরের প্রার্থী সঞ্জিত মাহাতো, বিনপুরের প্রার্থী পালহান সরেন ও নয়াগ্রামের প্রার্থী বকুল মুর্মু। এদিন মিছিল থেকে শুভেন্দু স্লোগান দেন, ‘‘সিন্ডিকেট সরকার আর নেই দরকার, তোলাবাজদের সরকার আর নেই দরকার।’’

West Bengal Assembly Election 2021 : শুভেন্দুর নেতৃত্বে মহা-মিছিল, ঝাড়গ্রামের চারটি আসনে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থীরা - West Bengal News 24

ভোটে দাঁড়ানোয় এদিনই জেলা সভাপতি পদ থেকে সুখময় শতপথীকে সরিয়ে দিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব। বিজেপির নতুন ঝাড়গ্রাম জেলা সভাপতি হয়েছেন তুফান মাহাতো। তিনি এতদিন দলের জেলা সম্পাদক ছিলেন। এদিন তুফান বলেন, ‘‘ঝাড়গ্রাম জেলার চারটি আসনেই বিজেপি জিতবে। মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই।’’

আরও পড়ুন : ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন সাঁওতালি সিনেমার অভিনেত্রী বিরবাহা হাঁসদা

মিছিলে হাঁটার সময়ে শুভেন্দু সংবাদমাধ্যমকে বলেন, ‘‘তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। জঙ্গলমহলের সর্বত্র পদ্মফুল ফুটবে।’’ জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে চারটি কেন্দ্রেই জোরদার প্রচার শুরু করবেন প্রার্থীরা।

আরও পড়ুন ::

Back to top button