Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ব্রাজিলে একদিনে মৃত্যু ২২৮৬, সংক্রমণ ৮০ হাজার

ব্রাজিলে একদিনে মৃত্যু ২২৮৬, সংক্রমণ ৮০ হাজার - West Bengal News 24

ব্রাজিলে হু হু করে আবার বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম।

সর্বশেষ বুধবার দেশটিতে করোনায় দুই হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের হিসেবে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে ব্রাজিল। দেশটিতে সবমিলিয়ে মারা গেছেন দুই লাখ ৬৮ হাজার ৩৭০ জন। বুধবার ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৮৭৬ জনের।

করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশটিতে। মৃত্যু ও সংক্রমণ নিয়ে গড়ছে রেকর্ড।

আরও পড়ুন : মিয়ানমারে পুলিশ হেফাজতে সু চির কর্মকর্তার মৃত্যু

করোনার সংক্রমণে রোগী বাড়ায় হিমশিম খেতে হচ্ছে অধিকাংশ হাসপাতালকে। রাজ্যগুলোর প্রধান প্রধান হাসপাতালের ৮০ ভাগ আইসিইউ এখন করোনা রোগীর দখলে।

একজন গবেষক বলেছেন, করোনা নিয়ে সবচেয়ে খারাপ সময় পার করছে ব্রাজিল। ২০২১ সাল হবে সবচেয়ে কঠিন সময়। ব্রাজিলের মহামারিবিদ পেড্রো হাল্লাল বলেছেন, জনগণকে ভ্যাকসিন দেওয়া শুরু না হলে বড় ধরনে বিপর্যয় হয়ে যাবে।

করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা গেছে, করোনার নতুন ধরন আগের করোনার চেয় দ্বিগুণ সংক্রামক। এতে কেউ আক্রান্ত হলে তার শারীরিক ক্ষতির সম্ভাবনাও আগের চেয়ে বেশি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে করোনার নতুন ধরনের অস্তিত্ব পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন দেশে এখন এই ধরন শনাক্ত হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button