ওপার বাংলা

ময়লার স্তূপে মানুষের কাটা পা

ময়লার স্তূপে মানুষের কাটা পা - West Bengal News 24

বগুড়ায় ময়লার স্তূপ থেকে মানুষের কাটা পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বনানী মোড়ের পাশের ময়লার স্তূপ থেকে ওই পা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, ক্লিনিক কিংবা হাসপাতালে অপারেশনের পর কোনো ব্যক্তির পা কেটে ফেলে দেওয়া হয়েছে।

বনানী এলাকার রিকশাচালকেরা বলেন, সকালে এক টোকাই ময়লার স্তূপে কাটা পা দেখে চিৎকার দেয়। সবাই গিয়ে দেখি মানুষের পা। কাউন্সিলরকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশকে জানান।

শহরের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম বলেন, পুলিশ এসে ওই পা উদ্ধার করে। পরে দেখি পায়ে ইনফেকশন। আমাদের ধারণা এটি অপারেশনের মাধ্যমে অপসারণের পর ফেলে দেওয়া হয়েছে। পরে কাটা পা মাটিতে পুঁতে রাখা হয়।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, উদ্ধারকৃত কাটা পায়ে ইনফেকশন রয়েছে। ক্লিনিক বা হাসপাতালে অপারেশনের পর কারও পা কেটে ফেলা হয়েছে বলে ধারণা করছি।

আরও পড়ুন ::

Back to top button