আন্তর্জাতিক

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮ - West Bengal News 24

মালি সীমান্তঘেঁষা নাইজারের বানিবানগৌ এলাকার গবাদিপশুর বাজার থেকে ফেরার পথে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন গণমাধ্যম এক প্রতিবেদনে জানানো হয়েছে, চারটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা।

জানা যায়, ওই চারটি গাড়িতে করে লোকজন বানিবানগৌ বাজার থেকে বাড়ি ফিরছিলো। সেইসময় মোটরসাইকেলে করে কয়েকজন বন্দুকধারী এসে এলোপাথাড়ি গুলি করা শুরু করে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। নাইজারে দু’টি গোষ্ঠী বেশ সক্রিয়। ধারণা করা হচ্ছে এদের মধ্যে কোনো একটি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে।

আরও পড়ুন : মিয়ানমার সেনা অভ্যুত্থান: একদিনে নিহত ৭১, নতুন নতুন স্থানে সামরিক আইন

নাইজার সরকারের পক্ষ থেকে টেলিভিশনে এক বিবৃতিতে জানানো হয়েছে, সশস্ত্র ওই বন্দুকধারীদের পরিচয় এখনো জানা যায়নি। বর্বর এই হামলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দু’টি গাড়িতে আগুন ধরে গেছে এবং অন্য দু’টি গাড়ি জব্দ করেছে বন্দুকধারীরা। বুধবার থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার।

আরও পড়ুন ::

Back to top button