খেলা

মন জয় করেও জিততে পারলেন না কোহলি

মন জয় করেও জিততে পারলেন না কোহলি - West Bengal News 24

দলের চরম বিপর্যয়ে জ্বলে উঠলেন বিরাট কোহলি। চোখজুড়ানো ব্যাটিংয়ে দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। মারকুটে ব্যাটিংয়ে মন জয় করে নিলেন ক্রিকেট ভক্তদেরও। কিন্তু এমন মাস্টারক্লাস ব্যাটিংয়ের পর জিততে পারলেন না। জস বাটলারের ব্যাটিং ঝড়ে বৃথা হয়ে গেল ভারতীয় অধিনায়কের চেষ্টা।

গতকাল মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে আট উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা। ৮৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাটলার।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। ২৪ রানের মাথায় গুরুত্বপূর্ণ তিন উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। দলের কঠিন মুহূর্তে দায়িত্ব নেন কোহলি। সতীর্থদের নড়বড়ে দিনে ৪৬ বলে খেলেন ৭৭ রানের অপরাজিত ইনিংস। বাকিদের মধ্যে কেউ পার করতে পারেননি ২৫-এর ঘর। সেখান থেকে দলকে উদ্ধার করেন কোহলি। মাঠের চারপাশে খেলেন দারুণসব শট। ৭৭ রানের ইনিংসে আটটি বাউন্ডারি হাঁকান তিনি, ছক্কা হাঁকান চারটি। তাঁর ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে ১৫৬ রানের সংগ্রহ পায় ভারত।

জবাব দিতে নেমে বাটলারের ঝড়ে ১৮.২ ওভারেই জয় তুলে নেয় ইংল্যান্ড। ৫২ বলে ৮২ রানের ইনিংস খেলেন বাটলার। পাঁচ বাউন্ডারি ও চার ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। এ ছাড়া ২৮ বলে ৪০ রান করেন জনি বেয়ারস্টো।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত : ২০ ওভারে ১৫৬/৬ (রোহিত ১৫, রাহুল ০, কিষান ৪, কোহলি ৭৭*, পন্ত ২৫, শ্রেয়াস ৯, পান্ডিয়া ১৭; রশিদ ৪-০-২৬-০, আর্চার ৪-০-৩২-০, উড ৪-০-৩১-৩, জর্ডান ৪-১-৩৫-২, স্টোকস ২-০-১২-০, স্যাম কারান ২-০-১৪-০)

ইংল্যান্ড: ১৮.২ ওভারে ১৫৮/২ (রয় ৯, বাটলার ৮৩*, মালান ১৮, বেয়ারস্টো ৪০* ; ভুবনেশ্বর ৪-০-২৭-০, শার্দুল ৩.২-০-৩৬-০, চাহাল ৪-০-৪১-১, পান্ডিয়া ৩-০-২২-০, সুন্দর ৪-০-২৬-১)

ফল : ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : জস বাটলার।

আরও পড়ুন ::

Back to top button