আন্তর্জাতিক

করোনার নতুন ধরনে আরও নাকাল ব্রাজিল, একদিনে মৃত্যু ২৮০০

করোনার নতুন ধরনে আরও নাকাল ব্রাজিল, একদিনে মৃত্যু ২৮০০ - West Bengal News 24

প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২৮০০ জন করোনায় মারা গেছেন।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন করোনাভাইরাসের নতুন স্ট্রেইন আসাতে আরও নাকাল হয়ে পড়েছে ব্রাজিল। দেশটিতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু।

ওইয়ার্ল্ডওমিটারের বাংলাদেশ সময় বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ২ হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ক্যানসারে মারা যাওয়া অভিনেতার গোপন আত্মত্যাগের কথা জানালেন নায়িকা

একই সময়ে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছে ৮৪ হাজারের বেশি। আগের দিন এই সংখ্যা ছিল ৪২ হাজারের বেশি।

দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ১৬ লাখ সাড়ে ৯ হাজার। এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ৮২ হাজার ৪০০ জন।

গত কিছুদিন ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। এ জন্য করোনার অতি সংক্রামক নতুন স্ট্রেইনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হিসেবে আমেরিকার পরেই রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button