জাতীয়

ক্যাডবেরি ইণ্ডিয়ার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে সিবিআই-এর মামলা দায়ের

ক্যাডবেরি ইণ্ডিয়ার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে সিবিআই-এর মামলা দায়ের - West Bengal News 24

কর ফাঁকি ও জালিয়াতির অভিযোগ উঠল ক্যাডবেরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। হিমাচল প্রদেশ-র বাদ্দি এলাকায় সংস্থার একটি ইউনিটে দুর্নীতি ও ভুল তথ্য জমা দিয়ে করের সুবিধা নিয়েছে ক্যাডবেরি কোম্পানি, এমনটাই অভিযোগ তুলেছে সিবিআই। ইতিমধ্যেই বৃহস্পতিবার হরিয়ানা ও হিমাচল প্রদেশে সংস্থার ইউনিটে তল্লাশি অভিযোগ চালিয়ে বেশকিছু বেআইনি নথি ও পণ্য আটক করা হয়েছে।

সূত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে কেন্দ্রীয় আয়কর আধিকারিকদের সঙ্গে চক্রান্ত করে হিমাচল প্রদেশে জেমস ও ৫ স্টার চকোলেট তৈরির ইউনিটে ২৪১ কোটি টাকার আয়করের সুবিধা নিয়েছে ক্যাডবেরি সংস্থা। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঘুষ দিয়ে,ভুল তথ্য পেশ করে ও নথি জালিয়াতি করে এলাকা ভিত্তিক কর ছাড়ের সুযোগ নিয়েছে বিশ্বের বিখ্যাত চকোলেট প্রস্তুতকারক সংস্থা।

সিবিআইয়ের দাবি, “শুল্কে ছাড়লাভের জন্য যে শর্তগুলি পূরণ করতে হয়, তা সিআইএল পূরণ করেনি। কিন্তু কেন্দ্রীয় আয়কর আধিকারিক নির্মল সিং ও জসপ্রীত কৌরকে মিডলম্যানের সাহায্যে ঘুষ দিয়ে ২৪১ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button