আন্তর্জাতিক

মেক্সিকোতে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে

মেক্সিকোতে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে - West Bengal News 24

মহামারি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে মেক্সিকোতে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে।

২০২০ সালের ১৮ মার্চ মেক্সিকোতে করোনায় প্রথম ব্যক্তির মৃত্যু হয়। এক বছরের মাথায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখে। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে মারা গেছে ২ লাখ ২১১ জন। আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৯ হাজার ৪৫৯ জন।

আরও পড়ুন :এক ডোজ ভ্যাকসিনও পায়নি বিশ্বের ৩৬টি দেশ!

গেল বছরের জুন মাসে মেক্সিকোর ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ গাটেল বলেছিলেন, করোনায় যদি ৬০ হাজার মানুষের মৃত্যু হয় তাহলে সেটি হবে খুবই ভয়াবহ ব্যাপার।’ কিন্তু সেই সংখ্যাটা এখন ২ লাখ ছাড়িয়েছে।

অবশ্য মেক্সিকোতে করোনার টিকা প্রয়োগও চলছে। এ পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটিতে ১০ লক্ষাধিক মানুষকে টিকা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষের দিকে এই সংখ্যাটা ১৪ লাখ ছাড়াবে। বয়স্ক ও অগ্রাধিকারপ্রাপ্তদের এই টিকা দেওয়া হচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাডর জানিয়েছেন, বয়স্কদের টিকা দেওয়া গেলে মৃত্যুহার কমানো যাবে ৮০ শতাংশ পর্যন্ত।

মেক্সিকো এ পর্যন্ত ৬২ লাখ ৪৩ হাজার ৮৮৬ ডোজ টিকা কিনেছে।

আরও পড়ুন ::

Back to top button