রাজনীতিরাজ্য

নানুরের তৃণমূল নেতা আলম শেখকে শো-কজ করল নির্বাচন কমিশন

নানুরের তৃণমূল নেতা আলম শেখকে শো-কজ করল নির্বাচন কমিশন - West Bengal News 24

নির্বাচনী জনসভায় ‘৪টি পাকিস্তান’ মন্তব্য করায় নানুরের তৃণমূল নেতা আলম শেখকে শো-কজ করল নির্বাচন কমিশন । এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানান বীরভূমের জেলাশাসক দেবীপ্রসাদ করনম । এমনকী, তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে নির্বাচন কমিশন । আজ রাতের মধ্যেই শো-কজ়ের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরো পড়ুন:কেশিয়াড়িতে বাড়ির উঠানে মিলল BJP কর্মীর মৃত দেহ, স্বাভাবিক মৃত্যু- বলে দাবি কমিশনের

প্রসঙ্গত, সোমবার নানুর বিধানসভার বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার একটা মিছিল ছিল । সেই মিছিল তৃণমূল কার্যালয়ে সামনে আসতেই শুরু হয় দু‘পক্ষের হাতাহাতি । এরপরেই নানুরের বাসাপাড়া বাসস্টপে একটা পথসভা করেন তৃণমূল প্রার্থী বিধান মাঝি । এই সভায় বক্তব্য রাখেন স্থানীয় তৃণমূল নেতা আলম শেখ। তিনি বলেন, “৩০ শতাংশ মুসলমান যদি একদিকে যায়, তাহলে ভারতে ৪টি পাকিস্তান তৈরি হবে । তখন কোথায় যাবেন বাকি ৭০ শতাংশ মানুষ ।

মসজিদ ভেঙে যদি মন্দির হয়, তাহলে ওরা কীভাবে সোনার বাংলা গড়বে।” তৃণমূল নেতার এই বক্তব্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । মন্তব্যের প্রতিবাদ করে টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, সাংসদ অর্জুন সিং প্রমুখ ।

আরও পড়ুন ::

Back to top button