Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

‘বাঘি-৪’-এ টাইগার শ্রফের সঙ্গে সারা আলী খান

‘বাঘি-৪’-এ টাইগার শ্রফের সঙ্গে সারা আলী খান - West Bengal News 24

২০১৮ সালে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী সারা আলী খান। এরপর ‘সিম্বা’, ‘লাভ আজকাল’ ও ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, এবার সারা জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে। বাঘি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে তার অভিনয় করার গুঞ্জন উঠেছে।

আরও পড়ুন : মাফিয়া চরিত্রে আলিয়া ভাট, সিনেমা নিয়ে বিতর্ক (ভিডিও)

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘হিরোপান্তি ২’ সিনেমায় সারা আলী খানকে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব না হওয়ায় এতে তারা সুতারিয়াকে চুক্তিবদ্ধ করান। তবে এবার ‘বাঘি ফোর’ সিনেমায় টাইগারের বিপরীতে সারাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন তিনি।

এর আগে ‘বাঘি’তে টাইগারের বিপরীতে দেখা যায় শ্রদ্ধা কাপুরকে। এরপর ‘বাঘি টু’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন টাইগারের ‘প্রেমিকা’ দিশা পাতানি। এর গল্পে তাকে মারা যেতে দেখা যায়। তাই নতুন পর্বে পুনরায় শ্রদ্ধার আগম ঘটে। ‘বাঘি থ্রি’ পরিচালনা করেন আহমেদ খান। এটি মুক্তি পায় ২০২০ সালের মার্চে। মুক্তির পর বক্স অফিসে দারুণ ব্যবসা করে সিনেমাটি।

আরও পড়ুন ::

Back to top button