আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তৈল শোধনাগারে ভয়াবহ আগ্নিকান্ড
ইন্দোনেশিয়ায় সরকারি একটি তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছে। ঘটনাস্থলের আশপাশে বসবাস করা ৯৫০ জনকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
আরো পড়ুন :সম্ভবত বাদুড় থেকেই ছড়ায় করোনা : ডব্লিউএইচও
জাকার্তা থেকে ২০০ কিলোমিটার দূরে জাভা প্রদেশের ইন্দ্রামায়ু অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন বালাগান তেল শোধনাগারটিতে স্থানীয় সময় সোমবার ভোরে আগুন লাগে।
এই শোধনাগারে প্রতিদিন প্রায় ১ লাখ ২৫ হাজার ব্যারেল তেল শোধন করা হয়। এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারগুলোর একটি। এখান থেকেই বৃহত্তর জাকার্তার তেল সরবরাহ হয় বলে এর গুরুত্ব আরও বেশি।
দেশটির রাষ্ট্রীয় তেল সংস্থা পার্টামিনা জানিয়েছে, আগুনের কারণ জানা যায়নি, তবে ঘটনার সময় ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত হয়েছিল।