জাতীয়

PPF, কিষান বিকাশ পত্র সহ স্বল্প সঞ্চয়ে সুদের হার অনেকটা কমাল কেন্দ্র

PPF, কিষান বিকাশ পত্র সহ স্বল্প সঞ্চয়ে সুদের হার অনেকটা কমাল কেন্দ্র - West Bengal News 24

আরও কমল সুদের হার। স্বল্প সঞ্চয়ে সুদের হার আরও কমাল কেন্দ্রীয় সরকার। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে সঞ্চয় থেকে সুদবাবদ আয়ের পরিমাণ। এর ফলে মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তরা কিছুটা সমস্যায় পড়তে পারেন বলে মত বিশেষজ্ঞদের।

বুধবার রাত ৯টা নাগাদ একটি টুইটে এই খবর প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই। দেখুন সেই টুইট।

দেখে নিন কোন কোন ক্ষেত্রে কমল সঞ্চয়ে সুদের হার।

সেভিংস ডিপোজিট-এ বার্ষিক সুদের হার
ছিল : ৪%
হল : ৩.৫%

PPF(পাবলিক প্রভিডেন্ট ফান্ড) -এর ক্ষেত্রেও কমানো হয়েছে হার
ছিল : ৭.১%
হল : ৬.৪%

এক বছরের মেয়াদী জমায় (Time Deposit) সুদের হার (ত্রৈমাসিক)
ছিল : ৫.৫%
হল : ৪.৪%

আরও পড়ুন : শুরু হচ্ছে ৪৫বছরের উর্ধ্বে টিকাকরণ প্রক্রিয়া, কীভাবে নাম নথিভুক্ত করবেন জানুন!

সিনিয়র সিটিজেন সেভিং স্কিম-এ সুদের হারও হ্রাস করা হয়েছে
ছিল : ৭.৪%
হল : ৬.৫%

কিষান বিকাশ পত্র-
ছিল : ৬.৯% (১২৪ মাসে ম্যাচুরিটি)
হল : ৬.২% (১৩৮ মাসে ম্যাচুরিটি)

ন্যাশনাল সেভিং সার্টিফিকেট-
ছিল : ৬.৮%
হল : ৫.৯%

কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করেছেন টুইটার ব্যবহারকারীরা। এএনআই-এর থ্রেডে অনেকে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

আরও পড়ুন ::

Back to top button