বিনোদন

৫ বলি তারকা, মারণ-রোগেও ‘হিরোর’ মতো লড়েছেন যাঁরা…

৫ বলি তারকা, মারণ-রোগেও 'হিরোর' মতো লড়েছেন যাঁরা...

দর্শকদের বিনোদন দিতে তাঁদের পরিশ্রমের কমতি নেই। লক্ষ্য একটাই, টিকিট কেটে ছবি দেখতে আসা দর্শকদের মুখের হাসি। কিন্তু, অনেক সময় তাঁদের জীবনে আসে সমস্যা। প্রাণহানির সমস্যা। কিন্তু, সিনেমার মতো বাস্তবেও লড়াই করে ফিরে এসেছেন তাঁরা।

পাঠকদের জন্য রইল এমনই কিছু উদাহরণ বলি পাড়া থেকে…

অমিতাভ বচ্চন

৫ বলি তারকা, মারণ-রোগেও 'হিরোর' মতো লড়েছেন যাঁরা...
সাল ১৯৮২। ‘কুলি’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান বিগ বি। তলপেটে মারাত্মক চোট পান অমিতাভ। প্লীহা ফুটো হয়ে যায় তাঁর। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাণের আশঙ্কা সৃষ্টি হয়েছিল। কিন্তু, ফিরে এসে কঠিন পরিশ্রমের পর ‘মেগাস্টার’ স্টেটাস অর্জন করেন তিনি।

মণীশা কৈরালা

৫ বলি তারকা, মারণ-রোগেও 'হিরোর' মতো লড়েছেন যাঁরা...
২০১২ সালে ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রী মণীশা কৈরালার। এরপর অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। মারণ-রোগকে হার মানিয়ে ফের রুপোলি পর্দায় ফের ফিরেছেন অভিনেত্রী।

সাইফ আলি খান

৫ বলি তারকা, মারণ-রোগেও 'হিরোর' মতো লড়েছেন যাঁরা...
২০০৭ সালে বুকের ব্যথা নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন অভিনেতা সইফ আলি খান। চিকিৎসকরা পরীক্ষার পর জানান, মাইনর হার্ট অ্যাটার্ক হয়েছিল ছোটে নবাব-এর।

হৃতিক রোশন

৫ বলি তারকা, মারণ-রোগেও 'হিরোর' মতো লড়েছেন যাঁরা...
বলিউডের প্রথমসারির এই অভিনেতার মস্কিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। ২০১৩ সালে যার ফলে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে অভিনেতা জানান, তিনি সুস্থ রয়েছেন।

শাহরুখ খান

৫ বলি তারকা, মারণ-রোগেও 'হিরোর' মতো লড়েছেন যাঁরা...
৮টি অস্ত্রোপচার। নিজের দীর্ঘ কেরিয়ারে বহুবার আহত হয়েছেন শাহরুখ। কিন্তু, প্রতিবার ফিরে এসেছেন কিং খান। কিন্তু, ২৭ বছর ধরে বলিউডে রাজত্ব করেছন বাদশা খান।

আরও পড়ুন ::

Back to top button