রাজ্য

এবার মমতার হয়ে প্রচারে ময়দানে অমিতাভ জয়া

এবার মমতার হয়ে প্রচারে ময়দানে অমিতাভ জয়া - West Bengal News 24

মিঠুনের পালটা ভোট ময়দানে এবার জয়া। তৃণমূলের হয়ে প্রচার করবেন ‘বাংলার মেয়ে’ জয়া বচ্চন। রাজ্য শাসকদলের তরফে জানানো হয়েছে, শিগগিরই তৃণমূলের ভোট প্রচারে আসতে চলেছেন অমিতাভ জায়া। ৫ এপ্রিল থেকে চারদিন রাজ্যে তৃণমূলের হয়ে প্রচার চালাবেন তিনি।

রবিবারই রাজ্যে আসবেন তিনি। তাঁকে বিমান বন্দরে স্বাগত জানাবেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডেরেক ও’ব্রায়েন। এরপর সোমবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচার চালাবেন জয়া।

আরো পড়ুন : আব্বাস সিদ্দিকিকে ‘ফুরফুরার চ্যাংড়া’ বলে সন্মোধন করলেন দিদি, আব্বাসের জবাব দিদি ‘অহংকারী’

প্রসঙ্গত, বঙ্গ বিধানসভা নির্বাচনে সন্ধিক্ষণে BJP-তে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর এই পদক্ষেপে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল রাজ্য রাজনৈতিক মহলে। বর্তমানে রাজ্য জুড়ে BJP-র হয়ে প্রচার চালাচ্ছেন ‘মহাগুরু’ মিঠুন। পর্দার ‘এমএলএ ফাটাকেষ্ট’-র সমর্থন পাওয়ার পর গেরুয়া শিবির অনেকটাই শক্তিশালী হয়েছে, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই পরিস্থিতিতে বাংলার কন্যা তথা অমিতাভ গৃহিণী জয়াকে প্রচার ময়দানে নামিয়ে পালটা জবাব দিতে মরিয়া তৃণমূল।

সূত্রের খবর, রাজ্যের তৃণমূলের হয়ে চারটি বড় রোড শো করবেন জয়া বচ্চন। টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করতে দেখা যেতে পারে তাঁকে। তাৎপর্যপূর্ণভাবে, অমিতাভ বচ্চনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক দীর্ঘদিনের। প্রত্যেক বছরে চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানের দিন উপস্থিত থাকেন বাংলার জামাই অমিতাভ। অন্যদিকে, সমাজবাদী পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন।

পশ্চিমবঙ্গের নির্বাচন শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এরপরেই জয়া বচ্চনের তৃণমূলকে সমর্থন করে রোড শো করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এরফলে তৃতীয় দফা নির্বাচনের প্রাক মুহূর্তেই শাসক দলের পক্ষে পাল্লা অনেকটাই ভারী করবে মনে করছে অভিজ্ঞ মহলের একাংশ।

আরও পড়ুন ::

Back to top button